ভোলা প্রতিনিধি॥
করোনাভাইরাস কোভিড-১৯) প্রতিরোধে ভোলার চরফ্যাসনে প্রশাসনের আদেশ অমান্য করে দোকান খোলা রাখার অভিযোগে ১৮ ব্যবসায়ীকে ১লক্ষ ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং ইলিয়াছ নামের এক কাপর ব্যবসায়ীকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার(২১এপ্রিল) বেলা ১০ থেকে বিকাল ৫ পযর্ন্ত উপজেলা সদর শহর ও শশীভূষন বাজারে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো. শাহীন মাহামুদ এ জরিমানা ও দন্ড প্রদান করেন। এসময় ভোলা জেলায় দায়িত্বপ্রাপ্ত নৌবাহিনীর সদস্যগন উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভুমি) মো. শাহীন মাহামুদ বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে ঔষুধ ও নিত্য প্রয়োজনীয় পন্যের দোকান ছাড়া অন্য সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা ও উপজেলা প্রশাসন।
কিন্তু কিছু সংখ্যক ব্যবসায়ী সরকারের আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে এসব ব্যবসায়ীর বিভিন্ন ধারায় জরিমানা করা হয়েছে।
দন্ডিত দোকান গুলোর মধ্যে চরফ্যাসন শহরে দুটি, শশীভূষণ বাজারে ১৬ টি। এদের মধ্যে দুটি রড সিমেন্টে দোকান, ৪টি কসমেটিক্সেন ও ১২ টি কাপরের দোকান রয়েছে।
এছারা শশীভূষণ বাজারে ইলিয়াছ নামে এক কাপর ব্যবসায়ীকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho