রোকনুজ্জামান রিপন ।।
নিরবচ্ছিন্নভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম চালুর সুবিধার্থে দেশের সব কাস্টমস ও হাউস কাস্টমস স্টেশনে দাপ্তরিক কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দেশের সর্ববৃহত স্থলবন্দর বেনাপোল সাধারন ছুটি ঘোষনার মধ্যেও খোলা ছিল। বন্দর থেকে নিত্য প্রয়োজণীয় পণ্য খালাশ দেয়া হয়েছে। কাস্টমস হা্উসের কমিশনার বেলাল হোসা্ইন চৌধুরী জীবনের ঝুকি নিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত কাস্টমস ও বন্দর খোলা রেখেছেন দেশের স্বার্থে।
বুধবার এনবিআরের কাস্টমস ও নীতি বিভাগের দ্বিতীয় সচিব মোহাম্মদ মেহেরাজ-উল- আলম সম্রাট এই আদেশ জারি করেন।
নির্দেশনায় বলা হয়, দেশের অভ্যন্তরীণ সরবরাহ শৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে আমদানি-রপ্তানি কার্যক্রম নিরবিচ্ছিন্ন রাখার সুবিধার্থে দেশের সকল কাস্টম হাউজ ও কাস্টমস স্টেশনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। একই সঙ্গে পূর্বে ঘোষিত অফিসিয়াল নির্দেশনা বাতিল করা হলো। তবে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। দাপ্তরিক কার্যক্রম পরিচালনার সময় প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।