রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

যবিপ্রবিতে নমুনা পরীক্ষায় একদিনে ১২ করোনা রোগী শনাক্ত

রোকনুজ্জামান রিপন ।। 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জিনোম সেন্টারে (ল্যাবে) ৮৬টি নমুনা পরীক্ষায় আরও ১২জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে। পাঁচ জেলার মধ্যে সবচেয়ে বেশি চুয়াডাঙ্গা জেলার ৬ জন রয়েছেন। এ নিয়ে দু’দিনে যবিপ্রবি ল্যাবে ২৫ জন করোনা রোগী শনাক্ত হলো।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে যবিপ্রবি জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ জানান, যবিপ্রবি জিনোম সেন্টারে বুধবার ৬ষ্ঠ দিনের ৮৬টি নমুনা পরীক্ষায় ১২ জন কভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি চুয়াডাঙ্গা জেলায় ৩৯টি নমুনায় ৬ জন রোগী, যশোর জেলায় ২৪টি নমুনায় ২জন রোগী, কুষ্টিয়ায় ১২টি নমুনায় ২জন রোগী, মেহেরপুরে ৪টি নমুনায় ১জন রোগী ও মাগুরায় ৭টি নমুনায় একজন রোগী শনাক্ত হয়েছে। এদিন নড়াইল ও ঝিনাইদহের কোন নমুনা পরীক্ষা হয়নি। কাগজপত্রে ত্রুটি থাকায় পরীক্ষা করা সম্ভব হয়নি।

এর আগে মঙ্গলবার ৫ম দিনে যবিপ্রবি ল্যাবে ৬৫টি নমুনা পরীক্ষায় ১৩ জনের কডিভ-১৯ পজিটিভ শনাক্ত হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ছিল নড়াইলে ৫জন। এদের মধ্যে ৪জন চিকিৎসক ছিলেন।

এছাড়া যশোরে ৪জন, কুষ্টিয়ায় ২জন, মাগুরা ও মেহেরপুরে ১জন করে করোনা রোগী শনাক্ত হয়। দু’দিনে এখানে মোট ২৫ জন রোগী শনাক্ত হলো।ফলে দু’দিনে চুয়াডাঙ্গা ও যশোরে ৬ জন করে, নড়াইলে ৫ জন, কুষ্টিয়ায় ৪ জন, মেহেরপুর ও মাগুরায় দু’জন করে রোগী শনাক্ত হলো।যবিপ্রবিতে ৭টি জেলার নমুনা পরীক্ষা হচ্ছে। এর মধ্যে এখনও পর্যন্ত ঝিনাইদহে কোনো রোগীর করোনাভাইরাস শনাক্ত হয়নি।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

যবিপ্রবিতে নমুনা পরীক্ষায় একদিনে ১২ করোনা রোগী শনাক্ত

প্রকাশের সময় : ০২:২৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০

রোকনুজ্জামান রিপন ।। 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জিনোম সেন্টারে (ল্যাবে) ৮৬টি নমুনা পরীক্ষায় আরও ১২জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে। পাঁচ জেলার মধ্যে সবচেয়ে বেশি চুয়াডাঙ্গা জেলার ৬ জন রয়েছেন। এ নিয়ে দু’দিনে যবিপ্রবি ল্যাবে ২৫ জন করোনা রোগী শনাক্ত হলো।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে যবিপ্রবি জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ জানান, যবিপ্রবি জিনোম সেন্টারে বুধবার ৬ষ্ঠ দিনের ৮৬টি নমুনা পরীক্ষায় ১২ জন কভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি চুয়াডাঙ্গা জেলায় ৩৯টি নমুনায় ৬ জন রোগী, যশোর জেলায় ২৪টি নমুনায় ২জন রোগী, কুষ্টিয়ায় ১২টি নমুনায় ২জন রোগী, মেহেরপুরে ৪টি নমুনায় ১জন রোগী ও মাগুরায় ৭টি নমুনায় একজন রোগী শনাক্ত হয়েছে। এদিন নড়াইল ও ঝিনাইদহের কোন নমুনা পরীক্ষা হয়নি। কাগজপত্রে ত্রুটি থাকায় পরীক্ষা করা সম্ভব হয়নি।

এর আগে মঙ্গলবার ৫ম দিনে যবিপ্রবি ল্যাবে ৬৫টি নমুনা পরীক্ষায় ১৩ জনের কডিভ-১৯ পজিটিভ শনাক্ত হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ছিল নড়াইলে ৫জন। এদের মধ্যে ৪জন চিকিৎসক ছিলেন।

এছাড়া যশোরে ৪জন, কুষ্টিয়ায় ২জন, মাগুরা ও মেহেরপুরে ১জন করে করোনা রোগী শনাক্ত হয়। দু’দিনে এখানে মোট ২৫ জন রোগী শনাক্ত হলো।ফলে দু’দিনে চুয়াডাঙ্গা ও যশোরে ৬ জন করে, নড়াইলে ৫ জন, কুষ্টিয়ায় ৪ জন, মেহেরপুর ও মাগুরায় দু’জন করে রোগী শনাক্ত হলো।যবিপ্রবিতে ৭টি জেলার নমুনা পরীক্ষা হচ্ছে। এর মধ্যে এখনও পর্যন্ত ঝিনাইদহে কোনো রোগীর করোনাভাইরাস শনাক্ত হয়নি।