প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ১২:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২০, ৬:০৬ পি.এম
লালমনিরহাটের হাতীবান্ধায় সাংবাদিকদের পিপিই বিতরণ করলো জাতীয় পার্টি

লালমনিরহাট প্রতিনিধি।।
উত্তরের সীমান্ত-বর্তী জেলা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা। করোনা কালের শুরু থেকে এখন অবদি এই উপজেলার বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন গণমাধ্যম কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে করোনার সার্বিক পরিস্থিতি তুলে ধরে আসছেন। তবে এই উপজেলার গণমাধ্যমকর্মীদের সুরক্ষা বা কোন পিপিই’র ব্যবস্থা করা হয়নি। নিজেরা যতটুকু পেরেছেন নিজেকে নিরাপদে রেখে নিরলসভাবে কাজ চালিয়ে গেছেন গণমাধ্যমকর্মীরা।এরই মাঝে এই এলাকার কর্মরত গণমাধ্যমকর্মীদের সুরক্ষার কথা ভেবে পিপিই’র ব্যবস্থা করলেন হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টি। গত বুধবার (২২ এপ্রিল) উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আরিফ শাহরিয়ার সিজার গণমাধ্যমকর্মীদের হাতে পিপিই তুলে দেন। এছাড়া এখনো যারা পায়নি তাদেরকেও দেয়া হবে বলে জানান তিনি।এ সময় উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আহমেদ ও অর্থ সম্পাদক আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।,এই উপজেলার গণমাধ্যমকর্মীরা যখন সুরক্ষা ছাড়াই করোনা পরিস্থিতি নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে তখন উপজেলা জাতীয় পার্টি’র এই মহত উদ্যোগ প্রশংসার দাবিদার। আমরা দেশ ও মানুষের কথা ভেবে কাজ করছি। আর তারা আমাদের কথা ভেবে আমাদের পাশে বাড়িয়েছেেন। হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আরিফ শাহরিয়ার সিজার জানান, এই কঠিন সময়ে আমরা যখন নিজেদের সুরক্ষার জন্য পরিবারের সাথে ঘরে। তখন প্রশাসন, চিকিৎসকদের পাশাপাশি সাংবাদিকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের মধ্য দিয়ে নিজের পরিবারের কথা না ভেবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। তাই তাদের সুরক্ষার কথা ভেবে উপজেলা জাতীয় পার্টির এই ছোট্ট উদ্দ্যোগ
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho