
নজরুল ইসলাম ।।
প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে তৎপর যশোরের পুলিশ। করোনাভাইরাসের কারণে দেশের অর্থনৈতিক তৎপরতা প্রায় থমকে আছে। তাই আগামী দিনের সংকট মোকাবেলায় দেশের সব জমিতে আবাদ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্দেশনা মেনে যশোর পুলিশ নিজেদের সব অফিস, থানা ও ক্যাম্পে পড়ে থাকা খালি জমিতে সবজিসহ বিভিন্ন আবাদ করার উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে কাজও শুরু হয়েছে।
চলমান করোনাভাইরাসের মহাসংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসকসহ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে নিয়মিত ভিডিও কনফারেন্স করছেন। একই সাথে আগামী দিনের সংকট মোকাবেলায় করণীয় সম্পর্কে নির্দেশনা দিচ্ছেন। তারই অংশ হিসেবে সম্প্রতি দেশের সব পতিত জমি আবাদের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা মেনে যশোরে কাজ শুরু করেছে পুলিশ প্রশাসন।
জানা যায়, দেশে একখণ্ড জমিও অনাবাদি থাকবে না। যাতে ভবিষ্যতে দেশের খাদ্য ঘাটতি দেখা না দেয়। প্রধানমন্ত্রী এই আহ্বানের প্রেক্ষিতে যশোর জেলা পুলিশের প্রতিটি ইউনিটকে ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। জেলা পুলিশের প্রতিটি ইউনিট, পুলিশ লাইন্স, পুলিশ অফিস, পুলিশ সুপারের বাসভবন, বিভিন্ন থানা ও ফাঁড়ির পরিত্যক্ত ও অনাবাদী জায়গায় বিভিন্ন দরকারি শাকসবজি চাষের জন্য প্রস্তুত করা হচ্ছে। ইতোমধ্যে কিছু জমিতে শাকসবজি ফলানো শুরু হয়েছে।
এ ব্যাপারে জেলা পুলিশ সুপার আশরাফ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন কাজ শুরু করেছে। জেলা পুলিশের অধীনে সব অনাবাদি ও পরিত্যক্ত জায়গা আবদের আওতায় আনার কাজ শুরু হয়েছে। এজন্য যশোর পুলিশের সব ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশনা আমরা দিয়েছি। যশোর পুলিশের অধীনে থাকা কোন জমি অনাবাদি থাকবেন।