মো: ইদ্রিস আলী ।।
কলকাতায় প্রকাশ্যে থুতু ফেলার দায়ে বৃহস্পতিবার ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত তিনদিনে থুতু ফেলার জন্য মোট ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে কলকাতা পুলিশ জানিয়েছে।
করোনা সংক্রমণ রুখতে প্রকাশ্যে থুতু ফেলা নিষিদ্ধ করেছে ভারত সরকার। আর বিধি মানতে বাধ্য করা হচ্ছে দুর্যোগ মোকাবিলা আইনের ৫১ বি ধারা অনুযায়ী।
ভারতে বহু মানুষ পান, গুটখা বা তামাক চিবিয়ে খান আর যেখানে সেখানে থুতু ফেলেন। থুতু থেকেই করোনা সংক্রমণের আশঙ্কা সবথেকে বেশি। তাই থুতু ফেলা সম্পূর্ণভাবেই নিষিদ্ধ করে নির্দেশিকা জারি করা হয়েছে।
ওই একই নিয়মে রাস্তায় বেরলেই মাস্ক পরাও আবশ্যিক করা হয়েছে। কলকাতায় গত তিনদিনে মুখোশ না পরে রাস্তায় বেরনোর জন্য গ্রেপ্তার হয়েছেন ৫১৩ জন।
এছাড়াও বিনাকারণে লকডাউনের মধ্যে রাস্তায় ঘোরা বা গাড়ি নিয়ে রাস্তায় বেরনোর জন্য শত শত মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে। বাজেয়াপ্ত করা হচ্ছে গাড়ি।
পুলিশের সূত্রগুলি বলছে গোড়ার দিকে ভারতীয় দন্ডবিধির কয়েকটি ধারা অনুযায়ী গ্রেপ্তার করা হচ্ছিল স্বাস্থ্যবিধি না মানার দায়ে। কিন্তু এখন দুর্যোগ মোকাবিলা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে - যা দন্ডবিধির থেকেও কঠিনতর।
আগে ধরা পড়লে সেখানেই জামিন পাওয়া যাচ্ছিল, কিন্তু এখন থানায় নিয়ে যাওয়া হচ্ছে ধৃতদের। জামিন নিতে হচ্ছে সেখান থেকেই।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho