প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৬, ৩:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২০, ৮:২৫ পি.এম
সুনামগঞ্জে অসহায়,দরিদ্র ও পাগলদের খাবার দিচ্ছেন ছাত্রলীগের সাবেক সভাপতি স্মরণ

সুনামগঞ্জ প্রতিনিধি।।
সুনামগঞ্জে বর্তমান করোনার কঠিন পরিস্থিতিতে ব্যাতিক্রম উদ্যোগ নিয়ে পাশে দাড়িয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য ফজলে রাব্বি স্মারন। তিনি প্রতিদিন গভীর রাতে অসহায় ও গরীব,ছিন্নমূল যাদের ঘর বাড়ি নেই জ্ঞানহীন(পাগল)প্রতিবন্ধী যারা রাস্তার পাশে ঘুমিয়ে থাকে রাতে তাদের খাবার পরিবেশন করে যাচ্ছে।
সহকর্মিরা তার অজান্তে মোবাইলে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে শুক্রবার দুুুুপুরে পোষ্ট করার পর তা ভাইরাল হয়ে যায়।
জানাযায়,সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাবেক সদস্য ঘোষনা দিয়েছে যতদিন এই মহামারী করোনা থাকবে। পথের পাশে ঘুমিয়ে থাকা মানুষদের জন্য তার এই ক্ষুদ্র প্রয়াস অব্যাহত থাকবে।
শহীদ বুদ্ধিজীবীর কন্যা ও বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম রব্বানী সাহেবের সহধর্মিণী সাবেক সাংসদ ও সরকারী পিপি শামসুন্নাহার শাহানা রব্বানী একজন মহিয়সী নারী অসহায় মানুষদের জন্য যার মন কাদে,এই অসহায় মানুষদের জন্য নিজে রান্না করে দিচ্ছেন সেই ।
খাবার বিতরণের সময় সাথে ছিল,জেলা ছাত্রলীগেনসহ সভাপতি সাজ্জাদুর রহমান লিমন,সেচ্ছা সেবকলীগের সহ সভাপতি মাসুক আহমদ,জেলা ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক মামুনুর রশীদ সালমান, ছাত্রলীগ নেতা তারেক, অনিক প্রমুখ।
জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাবেক সদস্য ফজলে রাব্বি স্মারন জানান,সবাই কাছেই অসহায়,দরিদ্র ও জ্ঞানহীন পাগলরা অবহেলিত। বর্তমান পরিস্থিতিতে হোটেল,রেস্তোরাঁ বন্ধ থাকায় তারা খেয়ে না খেয়ে আছে তাই তাদেরকে খাবার বিতরণ করছি। আর চেষ্টা করছি তাদের পাশে সব সময় থাকার।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho