
মো: নজরুল ইসলাম।।
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৫ জন মারা গেছেন। একই সময় দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৪১৮ জন।এ নিয়ে দেশে করোনায় মোট মারা গেছেন ১৪৫ জন। আর মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৪১৬ জন।রবিবার আড়াইটার পর অনলাইন ব্রিফিংয়ে দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।