সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

যশোরে বিষাক্ত মদপানে আরো দুইজনের মৃত্যু  : মাদক বিক্রেতা হাসান আটক 

যশোর  ব্যুরো ।। যশোরে বিষাক্ত মদপানে আরো দুইজনের মৃত্যু হয়েছে রোববার  সকালে।  মৃত দুইজনই শহরের বাসিন্দা। যশোর জেনারেল হাসপাতাল থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
অবৈধভাবে ভেজাল ও বিষাক্ত মদ বিক্রিতে অভিযুক্ত মদ বিক্রেতা হাসানের বিরুদ্ধে  ৫ টি মামলা যশোর কোতয়ালী থানায়। এর মধ্যে তিনটিতে মদ খাইয়ে মানুষ হত্যা, আর দুটি অবৈধ মদ বিক্রির অভিযোগ  আনা হয়েছে। হাসান যশোর শহরের নিরালাপট্টি এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
বহুল আলোচিত এই হাসানের দোকানের বিষাক্ত বা ভেজাল মদপানে এই পর্যন্ত  দশ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানায়। মৃতদের মধ্যে যশোর শহর, শহরতলি ছাড়াও চৌগাছা ও মণিরামপুর উপজেলার বাসিন্দারা রয়েছেন। আজ   আটক হাসানের দোকানে তল্লাশি করে সেখান থেকে মদের স্যাম্পল উদ্ধার করে পরীক্ষাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভেজাল বা বিষাক্ত মদপানে নতুন করে  মৃতদের মধ্যে একজন বিকাশ সাহানি (৩৮); অন্যজন ওজিয়ার ওরফে ওলিয়ার (৩৫)। বিকাশ শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার দামোদর সাহানির ছেলে। আর ওলিয়ার শহরের রেলগেট চোরমারা দীঘির পাড়ের মৃত কুরবান গাজীর ছেলে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ব্রাদার মোফাজ্জেল হোসেন জানান, রোববার সকাল দশটায় মদ্য পয়জনিংয়ের শিকার বমি, মাথা ঘোরাসহ বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন ওলিয়ার।

জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওলিয়ারকে মেডিসিন ওয়ার্ডে পাঠিয়ে দেন কর্তব্যরত ডাক্তার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২ টায় তার মৃত্যু হয়।
মেডিসিন ওয়ার্ড থেকে রিপোর্ট আসার পরে জরুরি বিভাগের খাতায় তথ্য সংশোধন করে মদ্য পয়জনিং’ লেখা হয় বলেও জানান এই ব্রাদার।
যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে দায়িত্বরত ডাক্তার রুবেল হাওলাদার বলেন, ‘বিকাশ সাহানি রোববার গভীর রাতে শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হতে আসে। তখন আমার সন্দেহ হয়েছিল। রোগীর কেস হিস্ট্রি জেনে চিকিৎসা দেওয়ার স্বার্থে বিকাশের পরিবারের কাছে জানতে চাওয়া হয়। তারা জানায়, সে মদ খেয়েছে। ভোর ৫ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বিকাশ মারা যায়।’
আজ রোববার দুই জনের মদপানে মৃত্যু প্রসঙ্গে জানতে চাইলে কোতয়ালী থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আগে থেকেই পুলিশ বিষয়টি গভিরভাবে খতিয়ে দেখছে।
এদিকে, বহুল আলোচিত ভেজাল ও বিষাক্ত মদের কারবারি মাহমুদুল হাসান ওরফে হাসানের বিরুদ্ধে কোতয়ালী থানায় মোট পাঁচটি মামলা (নম্বর ৪৩, ৪৪, ৪৫, ৪৬ ও ৫০, তারিখ ২৫.৪.২০) হয়েছে। এর মধ্যে তিনটি মামলায় মদ খাইয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। অন্য দুটি মামলায় অবৈধভাবে মদ বিক্রির অভিযোগ আনা হয়েছে।

 

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

যশোরে বিষাক্ত মদপানে আরো দুইজনের মৃত্যু  : মাদক বিক্রেতা হাসান আটক 

প্রকাশের সময় : ০৩:২৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০

যশোর  ব্যুরো ।। যশোরে বিষাক্ত মদপানে আরো দুইজনের মৃত্যু হয়েছে রোববার  সকালে।  মৃত দুইজনই শহরের বাসিন্দা। যশোর জেনারেল হাসপাতাল থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
অবৈধভাবে ভেজাল ও বিষাক্ত মদ বিক্রিতে অভিযুক্ত মদ বিক্রেতা হাসানের বিরুদ্ধে  ৫ টি মামলা যশোর কোতয়ালী থানায়। এর মধ্যে তিনটিতে মদ খাইয়ে মানুষ হত্যা, আর দুটি অবৈধ মদ বিক্রির অভিযোগ  আনা হয়েছে। হাসান যশোর শহরের নিরালাপট্টি এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
বহুল আলোচিত এই হাসানের দোকানের বিষাক্ত বা ভেজাল মদপানে এই পর্যন্ত  দশ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানায়। মৃতদের মধ্যে যশোর শহর, শহরতলি ছাড়াও চৌগাছা ও মণিরামপুর উপজেলার বাসিন্দারা রয়েছেন। আজ   আটক হাসানের দোকানে তল্লাশি করে সেখান থেকে মদের স্যাম্পল উদ্ধার করে পরীক্ষাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভেজাল বা বিষাক্ত মদপানে নতুন করে  মৃতদের মধ্যে একজন বিকাশ সাহানি (৩৮); অন্যজন ওজিয়ার ওরফে ওলিয়ার (৩৫)। বিকাশ শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার দামোদর সাহানির ছেলে। আর ওলিয়ার শহরের রেলগেট চোরমারা দীঘির পাড়ের মৃত কুরবান গাজীর ছেলে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ব্রাদার মোফাজ্জেল হোসেন জানান, রোববার সকাল দশটায় মদ্য পয়জনিংয়ের শিকার বমি, মাথা ঘোরাসহ বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন ওলিয়ার।

জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওলিয়ারকে মেডিসিন ওয়ার্ডে পাঠিয়ে দেন কর্তব্যরত ডাক্তার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২ টায় তার মৃত্যু হয়।
মেডিসিন ওয়ার্ড থেকে রিপোর্ট আসার পরে জরুরি বিভাগের খাতায় তথ্য সংশোধন করে মদ্য পয়জনিং’ লেখা হয় বলেও জানান এই ব্রাদার।
যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে দায়িত্বরত ডাক্তার রুবেল হাওলাদার বলেন, ‘বিকাশ সাহানি রোববার গভীর রাতে শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হতে আসে। তখন আমার সন্দেহ হয়েছিল। রোগীর কেস হিস্ট্রি জেনে চিকিৎসা দেওয়ার স্বার্থে বিকাশের পরিবারের কাছে জানতে চাওয়া হয়। তারা জানায়, সে মদ খেয়েছে। ভোর ৫ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বিকাশ মারা যায়।’
আজ রোববার দুই জনের মদপানে মৃত্যু প্রসঙ্গে জানতে চাইলে কোতয়ালী থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আগে থেকেই পুলিশ বিষয়টি গভিরভাবে খতিয়ে দেখছে।
এদিকে, বহুল আলোচিত ভেজাল ও বিষাক্ত মদের কারবারি মাহমুদুল হাসান ওরফে হাসানের বিরুদ্ধে কোতয়ালী থানায় মোট পাঁচটি মামলা (নম্বর ৪৩, ৪৪, ৪৫, ৪৬ ও ৫০, তারিখ ২৫.৪.২০) হয়েছে। এর মধ্যে তিনটি মামলায় মদ খাইয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। অন্য দুটি মামলায় অবৈধভাবে মদ বিক্রির অভিযোগ আনা হয়েছে।