আলহাজ্ব মতিয়ার রহমান ।। করোনাভাইরাস বা কোভিড-১৯ মহামারিতে এ পর্যন্ত বিশ্বজুড়ে প্রায় ৩০ লাখ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছে ২ লাখ। ২ লাখের মধ্যে প্রায় ২৫ শতাংশ যুক্তরাষ্ট্রে। কিন্তু সেই যুক্তরাষ্ট্রেই নাকি করোনার টিকা রয়েছে! আর বর্তমান ট্রাম্প প্রশাসন তা লুকিয়ে রেখেছে!
সম্প্রতি যুক্তরাষ্ট্রে ডেমোক্রেসি ফান্ড, ইউসিএলএ ন্যাশনস্কেপ প্রজেক্ট এবং ইউএসএ টুডে যৌথভাবে একটি জরিপ পরিচালনা করেছে। সেই জরিপে এমন তথ্য উঠে এসেছে।
জরিপে বলা হয়েছ, করোনা নিয়ে মার্কিন জনগণ কী ভাবছে তা তুলে আনতেই এই জরিপ চালানা হয়েছিল। জরিপে দেখা যায়, একতৃতীয়াংশ মার্কিনী মনে করেন করোনাভাইরাসে চিকিৎসায় আমেরিকার হাতে টিকা আছে। তবে সেই টিকাটি ট্রাম্প প্রশাসন লুকিয়ে রেখেছে।
জরিপটি পরিচালিত হয়েছে গত ২ থেকে ৮ এপ্রিল। এতে দেখা যাচ্ছে, ট্রাম্প প্রশাসন মৃত্যুর যে হিসাব দিচ্ছে তাতে বিশ্বাস করেন না অংশগ্রহণকারীদের ৫০ শতাংশ।
আর জন হপকিনসন ইউনিভার্সিটির দেয়া হিসাব অনুযায়ী গত শনিবার পর্যন্ত আমেরিকায় করোনায় মৃত্যু হয়েছে ৫৩ হাজার ৭০০ মানুষের এবং আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৩৮ হাজার মানুষ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho