
মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃ।। বরগুনায় করোনা ভাইরাস জয় করে বাড়ি ফিরলেনআরো ২জন।আজ রবিবার দুপুর এ তথ্য নিশ্চিত করেন বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ন খান শাহিন।জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে,গত ১৩ ও ১৭ এপ্রিল করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে দুই রোগহাসপাতালের আইসোলশন বিভাগে ভর্তি হন।পরেওই দুই রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকা রোগতত্ত্ব রোগ গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআরে পাঠানোহলে তারা করোনায় আক্রান্ত হয়।পরবর্তীতে আবারদুই-দুইবার নমুনা পাঠালে তাদের রিপোর্ট নেগেটিভ আসে তাদেরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে এবং পুলিশের সহায়তায় বাড়ি পৌছে দেওয়া হয়। সুস্থ হওয়া দুইজন হল-বরগুনার সদর উপজেলারবাসিন্দা এখন পর্যন্ত সদর হাসপাতাল থেকে সুস্থ হয়েবাড়ি ফিরলেন ৪জন।এছাড়া ও আরো একজনেরকরোনা নেগেটিভ আসার কারনে আগামীকাল তাকেবাড়িতে পৌছে দেওয়া হবে।বরগুনার সিভিল সার্জন ডা.হুমায়ন খান শাহিন বলেন,রবিবার পর্যন্ত মোট ৪০৫জনের নমুনা পাঠানোহয়েছে।এর মধ্যে মৃত দুইজন ও সুস্থ চারজন মোট
আক্রান্ত ২৮জন হয়েছেন। নতুন আক্রান্তদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।