বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে করোনার ভয়াল থাবা, ২৪ ঘণ্টায় আরো ১০ করোনা রোগী শনাক্ত

রোকনুজ্জামান রিপন ।।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে আরো ১৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার তিন জেলার ৭২ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। নতুন আক্রান্তদের মধ্যে যশোরের ১০ জন ও ঝিনাইদহের আট জন রয়েছেন। ফলে এ নিয়ে যশোরে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৪।

মঙ্গলবার সকালে যবিপ্রবির পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করা হয়। এ নিয়ে যবিপ্রবির ল্যাবে ৯৩ জন করোনা রোগী শনাক্ত হলো।

যবিপ্রবির জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সোমবার ১০ম দিনে তিন জেলার ৭২ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে যশোরের ৪৭ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের এবং ঝিনাইদহের ২৩ জনের নমুন পরীক্ষা করে আটজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়াও নড়াইলের দুইজনের নমুনা পরীক্ষা করা হলেও নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে।

ফলে সব মিলিয়ে দক্ষিণ-পশ্চিমের সাত জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৩ জন। এ পর্যন্ত যশোরে ৪৪ জন, ঝিনাইদহে ২২ জন, নড়াইলে ১২ জন, চুয়াডাঙ্গায় ৬ জন, কুষ্টিয়ায় চারজন, মাগুরায় তিনজন এবং মেহেরপুরে দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছে। যবিপ্রবিতে এই সাত জেলার নমুনা পরীক্ষা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

যশোরে করোনার ভয়াল থাবা, ২৪ ঘণ্টায় আরো ১০ করোনা রোগী শনাক্ত

প্রকাশের সময় : ১০:২৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০

রোকনুজ্জামান রিপন ।।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে আরো ১৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার তিন জেলার ৭২ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। নতুন আক্রান্তদের মধ্যে যশোরের ১০ জন ও ঝিনাইদহের আট জন রয়েছেন। ফলে এ নিয়ে যশোরে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৪।

মঙ্গলবার সকালে যবিপ্রবির পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করা হয়। এ নিয়ে যবিপ্রবির ল্যাবে ৯৩ জন করোনা রোগী শনাক্ত হলো।

যবিপ্রবির জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সোমবার ১০ম দিনে তিন জেলার ৭২ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে যশোরের ৪৭ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের এবং ঝিনাইদহের ২৩ জনের নমুন পরীক্ষা করে আটজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়াও নড়াইলের দুইজনের নমুনা পরীক্ষা করা হলেও নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে।

ফলে সব মিলিয়ে দক্ষিণ-পশ্চিমের সাত জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৩ জন। এ পর্যন্ত যশোরে ৪৪ জন, ঝিনাইদহে ২২ জন, নড়াইলে ১২ জন, চুয়াডাঙ্গায় ৬ জন, কুষ্টিয়ায় চারজন, মাগুরায় তিনজন এবং মেহেরপুরে দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছে। যবিপ্রবিতে এই সাত জেলার নমুনা পরীক্ষা হচ্ছে।