
আলহাজ্ব মতিয়ার রহমান ।। হংকং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইচকিউএসটি) গবেষকরা এমন একটি জীবাণু নাশক তৈরি করেছেন যা একবার স্প্রে করলে ৯০ দিন করোনা ভাইরাস থেকে সুরক্ষা পাওয়া যাবে।
এইচকিউএসটি এডজান্ট প্রফেসর জোসেফ কোয়ান জানান, পাবলিক প্লেস, লিফটের বাটনে, সিঁড়ির হাতলে অনেক জীবাণু ও ব্যাকটেরিয়া থাকে। এসব জায়গায় এই জীবানুনাশকটি স্প্রে করলে এক ধরনের প্রলেপ তৈরি হবে। প্রলেপটি শুকানোর পরও ব্যাকটেরিয়া, ভাইরাস এবং স্পোরগুলিকে মেরে ফেলতে সক্ষম যা ৯০ দিন সুরক্ষা দিতে পারে।
গবেষকরা জানায়, হংকং শহরের শপিংমল, স্কুল, ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃপক্ষ জীবাণুনাশকটি গ্রহণ করেছে। ইতোমধ্যে তারা এই জীবাণুনাশকের ব্যবহার শুরু করেছে।