মোঃ আসলাম হাওলাদার, ঝালকাঠিঃ-
বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, অর্ধশত দ্বীনি প্রতিষ্ঠান নিয়ে গঠিত ঝালকাঠির নেছারাবাদ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা, সর্বজন শ্রদ্ধেয় আলহাজ্ব হযরত মাওলানা মুহম্মদ আযীযুর রহমান নেছারাবাদী কায়েদ সাহেব হুজুর (রহ.) মৃত্যু বার্ষিকী আজ । শুধু মুসলমানদের জন্যই তিনি আল্লাহর শ্রেষ্ঠে নেয়ামত ছিলেন না; বরং তিনি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই তাকে পরম শ্রদ্ধা করতেন। তিনি ১৯১৩ খ্রিস্টাব্দ অনুযায়ী ১৩৩২ হিজরি সনে ঝালকাঠি জেলার নেছারাবাদ নামক গ্রামে জন্মগ্রহণ করেন। হুজুর কেবলার জীবনের সমগ্রটাই মানবকল্যাণে নিয়োজিত ছিলেন। তিনি ছিলেন অসংখ্য গুণের অধিকারী। তিনি ছিলেন ছারছীনা শরীফের মরহুম শাহ নেছার উদ্দীন আহমদ (রহ.) এর মানসপুত্র। হজরত কায়েদ সাহেব হুজুর ছিলেন সব সময় সকল ধরণের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর।
সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি অনেক সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন। যার মধ্যে উল্লেখযোগ্য হলো হিজবুল্লাহ দারুল কাজা (সালিশি আদালত বা বিচার বিভাগ), ছাত্র হিজবুল্লাহ, আদর্শ সমাজ বাস্তবায়ন কমিটি, হিজবুল্লাহ শ্রমিক সমিতি, সহ আরো বহু সংগঠন।
হুজুরের অসংখ্য রচনাবলির মধ্যে ‘আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় ও আকাঈদ, ইসলাম ও তাসাউফ, ইসলামী জিন্দেগি, তাজভিদুল কোরআন, ছোটদের কিরাত শিা, আজকারে খামছা, দোজাহানের সম্বল, ইসলাম ও রাজনীতি, ঐক্যের প্রয়োজনীয়তা ও উহার পথ এবং মুসলমান এক হও’ কবিতাগুলো সমধিক খ্যাত। আত্ম প্রচারবিমুখ তিনি নিজেকে লুকিয়ে রাখার সর্বাত্মক চেষ্টা চালিয়েও বিশ্বমানবের চোখের আড়াল হতে পারেননি।
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন নেছারাবাদী হুজুর (রহ.) এর মৃত্যু বার্ষিকি আজ
-
নিজস্ব সংবাদদাতা
- প্রকাশের সময় : ০৪:০০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
- ৩৬৬
জনপ্রিয়