নড়াইল ব্যুরো ।।
করোনার ভাইরাসের প্রভাবে চারিদিকে যখন শ্রমিক সংকট চরমে, বোরো ধান কাটা নিয়ে কৃষক দুঃচিন্তায় ঠিক সেই মুহূর্তে নড়াইলের কৃষকদের জন্য স্বস্তিদায়ক খবর এসেছে এমপি মাশরাফির কাছ থেকে। নড়াইল -২ আসনের সংসদ সদস্য মাশরাফির বিন মোর্ত্তজা একান্ত চেষ্টায় কৃষি মন্ত্রণালয় নড়াইল জেলার জন্য ১ টি কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন দিয়েছে। যা ইতোমধ্যে নড়াইলে এসে পৌছেছে এবং অল্প কয়েকদিনের মধ্যে আরো ৩টি মেশিন নড়াইলে পৌছাবে। ২৮ এপ্রিল দুপুরে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে এটি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম, উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম, কৃষি অফিসের কর্মকর্তা ও কৃষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ধান কাটার শ্রমিক সংকটের এই দুর্দিনে মাশরাফির এমন একটি উপহার সত্যি নড়াইল বাসির কাছে অনেক বড় একটি আনন্দের বার্তা।করোনা মহামারির এই সময়ে খাদ্য সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। শ্রমিকের অভাবে সঠিক সময়ে ধান কাটতে না পারলে কৃষকদের পাশাপশি দেশের একটি বড় ক্ষতি হয়ে যাবে। এই মেশিনের কথা জানতে পেরে তাৎক্ষণিকভাবে নড়াইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাশরাফী বিন মোর্ত্তজা কৃষিমন্ত্রী বরাবর ডিও লেটার পাঠিয়েছিলেন। গত ২১ এপ্রিল পাঠানো ওই ডিও লেটারের ভিত্তিতে সপ্তাহ ঘুরতে না ঘুরতেই একটি কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন নড়াইলে এসে পৌছেছে।এ বিষয়ে নড়াইল সদর উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম বিশ্বাস বলেন,কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন এক ঘন্টায় ৩ বিঘা জমির ধান কাটতে সক্ষম,এভাবে সারাদিন কাজ করলে দিনে ৩০ বিঘা জমির ধান কাটা সম্ভব। শুধু ধান কাটা নয়, সাথে সাথে এটি ধান মাড়াই করে বস্তাবন্দি করতেও সক্ষম। এই ম্যাশিনে ধান কেটে মাড়াই করে এক সাথে ১৪ মন ধান সংরক্ষন করে। ধান কাটতে একরে প্রকার ভেদে ৬ থেকে ৭ হাজার টাকা খরজ হবে। সর্বোপরি প্রয়োজনের সময় নড়াইলের মাঠেই আধুনিকপ্রযুক্তিনির্ভর কৃষির সুফল পাবেন আমাদের কৃষক ভাইয়েরা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho