
মাহবুবুল আলম টুটুল ।।
করোনাভাইরাস সংক্রমন ঠেকাতে ব্রিটেনে জারিকৃত লকডাউন শিথিল করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে মন্তব্য করেছেন বরিস জনসন।
সোমবার (২৭ এপ্রিল) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন কভিড-১৯ থেকে সুস্থ হয়ে কাজে ফিরেই লন্ডনের ১০ নং ডাউনিং স্ট্রিটে কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা গত দিনগুলোতে একতা ও দৃঢ়তা দেখিয়েছি তা যদি অব্যাহত রাখতে পারি, তাহলে আমরা নিঃসন্দেহে করোনাভাইরাসকে পরাজিত করতে সক্ষম হবো। এজন্য ধৈর্য্যহারা হওয়া যাবে না, আমরা এখন করোনার সঙ্গে লড়াইয়ের প্রথম ধাপের শেষ অংশে আছি।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাজ্যে করোনায় মৃতের সংখ্যা কমে এলেও লকডাউন শিথিলের পরিকল্পনা নেই। কেননা লকডাউন শিথিল হলে দ্বিতীয় ধাপের সংক্রমণ শুরু হবে। যা ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। করোনা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি নিলে কেবল নতুন করে মৃত্যুমিছিলই ঘটবে না, অর্থনৈতিক বিপর্যয়ও নেমে আসবে।‘