বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ফের ২২০০ জনের মৃত্যু, করোনা রুখতে পারছে না ট্রাম্প প্রশাসন

মো: ইদ্রিস আলী ।।

মৃত্যুমিছিল অব্যাহত আমেরিকায়। মঙ্গলবার ফের মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হলো ২ হাজার ২০০ জনের। যার জেরে এখন পর্যন্ত ট্রাম্পের দেশে মৃত্যু হয়েছে মোট মৃত্যু হল ৫৮ হাজার ৩৪৪ জনের। বিশ্বের মধ্যে মার্কিন মুলুকেই মৃতের সংখ্যা সর্বাধিক।

মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, ট্রাম্পের দেশে ১০ লক্ষ ৩ হাজারের বেশি আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ১ লক্ষ ১৮ হাজারের কিছু বেশি। মৃত্যু সংখ্যা পার করে ফেলেছে ৫৮ হাজার। বিশ্বজুড়ে যত মানুষের মৃত্যু হয়েছে, তার মধ্যে চার ভাগের এক ভাগ মানুষ শুধুমাত্র আমেরিকায় মারা গিয়েছে।

পরিসংখ্যান জানাচ্ছে, দেশের মধ্যে নিউ ইয়র্কের অবস্থা সবচেয়ে ভয়াবহ। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৯২ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১৭ হাজার ৩০৩ জনের। এরপরেই রয়েছে নিউজার্সি। সেখানে আক্রান্ত ১লক্ষ ১১ হাজার মানুষ। সেখানে মৃতের সংখ্যা ৬ হাজারের অধিক। সোমবারের তথ্য অনুযায়ী এই শহর ভিত্তিক রিপোর্ট সামনে এসেছে।

আমেরিকার পরেই মৃত্যু মিছিলের তালিকায় নাম লিখিয়েছে, ইতালি। সেখানে মৃত্যু সংখ্যা ২৫ হাজার ছুঁয়ে ফেলেছে। এরপরেই তালিকায় রয়েছে স্পেন ও ফ্রান্সের নাম। তারপরেই রয়েছে ব্রিটেন। তবে এই সব দেশের চেয়ে মৃত্যু সংখ্যায় আড়াই গুন এগিয়ে রয়েছে আমেরিকা।

 

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

ফের ২২০০ জনের মৃত্যু, করোনা রুখতে পারছে না ট্রাম্প প্রশাসন

প্রকাশের সময় : ১১:০৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০

মো: ইদ্রিস আলী ।।

মৃত্যুমিছিল অব্যাহত আমেরিকায়। মঙ্গলবার ফের মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হলো ২ হাজার ২০০ জনের। যার জেরে এখন পর্যন্ত ট্রাম্পের দেশে মৃত্যু হয়েছে মোট মৃত্যু হল ৫৮ হাজার ৩৪৪ জনের। বিশ্বের মধ্যে মার্কিন মুলুকেই মৃতের সংখ্যা সর্বাধিক।

মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, ট্রাম্পের দেশে ১০ লক্ষ ৩ হাজারের বেশি আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ১ লক্ষ ১৮ হাজারের কিছু বেশি। মৃত্যু সংখ্যা পার করে ফেলেছে ৫৮ হাজার। বিশ্বজুড়ে যত মানুষের মৃত্যু হয়েছে, তার মধ্যে চার ভাগের এক ভাগ মানুষ শুধুমাত্র আমেরিকায় মারা গিয়েছে।

পরিসংখ্যান জানাচ্ছে, দেশের মধ্যে নিউ ইয়র্কের অবস্থা সবচেয়ে ভয়াবহ। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৯২ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১৭ হাজার ৩০৩ জনের। এরপরেই রয়েছে নিউজার্সি। সেখানে আক্রান্ত ১লক্ষ ১১ হাজার মানুষ। সেখানে মৃতের সংখ্যা ৬ হাজারের অধিক। সোমবারের তথ্য অনুযায়ী এই শহর ভিত্তিক রিপোর্ট সামনে এসেছে।

আমেরিকার পরেই মৃত্যু মিছিলের তালিকায় নাম লিখিয়েছে, ইতালি। সেখানে মৃত্যু সংখ্যা ২৫ হাজার ছুঁয়ে ফেলেছে। এরপরেই তালিকায় রয়েছে স্পেন ও ফ্রান্সের নাম। তারপরেই রয়েছে ব্রিটেন। তবে এই সব দেশের চেয়ে মৃত্যু সংখ্যায় আড়াই গুন এগিয়ে রয়েছে আমেরিকা।