বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

যশোরাঞ্চলে ন্যূনতম ফিতরা ৬০ টাকা

যশোর ব্যুরো ।। 

যশোর ও পার্শ্ববর্তী এলাকার জন্য ফিতরা ও জাকাতের নিসাব নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার ৬ রমজান দুপুরে যশোর জেলা ইমাম পরিষদ ও জেলা ফতোয়া বোর্ড যৌথ পরামর্শ সভায় বসে। বাজারমূল্য পর্যবেক্ষণ করে সভায় সিদ্ধান্ত হয়, আটার দামে ফিতরা হবে ৬০ টাকা। আর খেজুরের দামে ৮২৫ টাকা এবং কিসমিসের দামে ফিতরা হবে এক হাজার ৩২০ টাকা।
এছাড়া সভায় জাকাতের নিসাবও নির্ধারণ করা হয়। রুপার ভরি ৯৫০ টাকা হিসেবে এবার জাকাতের নিসাব ধার্য করা হয় ৪৯ হাজার ৮৭৫ টাকা।
সভায় সভাপতিত্ব করেন মাওলানা আনোয়ারুল করিম যশোরী। এতে আরো অংশ নেন মুফতি মুজিবুর রহমান, হাফেজ মাওলানা বেলায়েত হোসেন, মুফতি হাফিজুর রহমান, মাওলানা মাজহারুল ইসলাম, মুফতি আব্দুর রহমান এযাযী, মুফতি কামরুল আনোয়ার নাঈম প্রমুখ।
জেলা ইমাম পরিষদের প্রচার সম্পাদক মুফতি আমানুল্লাহ কাসেমী এই তথ্য দিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

যশোরাঞ্চলে ন্যূনতম ফিতরা ৬০ টাকা

প্রকাশের সময় : ০৭:৫২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০

যশোর ব্যুরো ।। 

যশোর ও পার্শ্ববর্তী এলাকার জন্য ফিতরা ও জাকাতের নিসাব নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার ৬ রমজান দুপুরে যশোর জেলা ইমাম পরিষদ ও জেলা ফতোয়া বোর্ড যৌথ পরামর্শ সভায় বসে। বাজারমূল্য পর্যবেক্ষণ করে সভায় সিদ্ধান্ত হয়, আটার দামে ফিতরা হবে ৬০ টাকা। আর খেজুরের দামে ৮২৫ টাকা এবং কিসমিসের দামে ফিতরা হবে এক হাজার ৩২০ টাকা।
এছাড়া সভায় জাকাতের নিসাবও নির্ধারণ করা হয়। রুপার ভরি ৯৫০ টাকা হিসেবে এবার জাকাতের নিসাব ধার্য করা হয় ৪৯ হাজার ৮৭৫ টাকা।
সভায় সভাপতিত্ব করেন মাওলানা আনোয়ারুল করিম যশোরী। এতে আরো অংশ নেন মুফতি মুজিবুর রহমান, হাফেজ মাওলানা বেলায়েত হোসেন, মুফতি হাফিজুর রহমান, মাওলানা মাজহারুল ইসলাম, মুফতি আব্দুর রহমান এযাযী, মুফতি কামরুল আনোয়ার নাঈম প্রমুখ।
জেলা ইমাম পরিষদের প্রচার সম্পাদক মুফতি আমানুল্লাহ কাসেমী এই তথ্য দিয়েছেন।