যশোর ব্যুরো ।।
যশোর ও পার্শ্ববর্তী এলাকার জন্য ফিতরা ও জাকাতের নিসাব নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার ৬ রমজান দুপুরে যশোর জেলা ইমাম পরিষদ ও জেলা ফতোয়া বোর্ড যৌথ পরামর্শ সভায় বসে। বাজারমূল্য পর্যবেক্ষণ করে সভায় সিদ্ধান্ত হয়, আটার দামে ফিতরা হবে ৬০ টাকা। আর খেজুরের দামে ৮২৫ টাকা এবং কিসমিসের দামে ফিতরা হবে এক হাজার ৩২০ টাকা।
এছাড়া সভায় জাকাতের নিসাবও নির্ধারণ করা হয়। রুপার ভরি ৯৫০ টাকা হিসেবে এবার জাকাতের নিসাব ধার্য করা হয় ৪৯ হাজার ৮৭৫ টাকা।
সভায় সভাপতিত্ব করেন মাওলানা আনোয়ারুল করিম যশোরী। এতে আরো অংশ নেন মুফতি মুজিবুর রহমান, হাফেজ মাওলানা বেলায়েত হোসেন, মুফতি হাফিজুর রহমান, মাওলানা মাজহারুল ইসলাম, মুফতি আব্দুর রহমান এযাযী, মুফতি কামরুল আনোয়ার নাঈম প্রমুখ।
জেলা ইমাম পরিষদের প্রচার সম্পাদক মুফতি আমানুল্লাহ কাসেমী এই তথ্য দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho