
তানজীর মহসিন অংকন :/=
বেনাপোল পৌরসভার জান্নাতুন নাঈম ২০২০ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ -৫ পেয়েছে। সে বেনাপোল দিঘিরপাড় সানরাইজ স্কুল থেকে এস এসসি পরীক্ষা দিয়েছিল।
জান্নাতুন নাইমের বাবা এমদাদুল হক বকুল একজন ক্রীড়াবিদ,সাংস্কৃতিক ব্যক্তিত্য এবং অবসর প্রাপ্ত সরকারী টিএন্ডটি বিভাগের অফিসার ও মা মোছাম্মাৎ শাহনাজ পারভিন একজন গৃহিনী।
জান্নাতুন নাঈম একজন চিকিৎসক হতে চায়। তার ভালো ফলাফলের পিছনে বাবা মা এবং স্কুলের শিক্ষকদের কথা বলেন। সে বলে আমি যে ভাবে বাবা মা এবং শিক্ষকদের নিকট থেকে উপদেশ পেয়েছি সেই অনুযায়ী পড়াশুনা করেছি। আমি বড় হয়ে একজন চিকিৎসক হয়ে গরীব দুঃখী মানুষকে সেবা দিতে চাাই।