রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বিক্ষোভে অংশ নেয়া নিউইয়র্ক মেয়রের মেয়ে গ্রেফতার

মামুন বাবু :/-

শেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র।দেশজুড়ে আন্দোলন সংগ্রাম চলছে।বিক্ষোভে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নিচ্ছেন।বিক্ষোভে যোগ দেয়ায় গ্রেফতার হয়েছেন নিউইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্ল্যাসিওর মেয়ে। স্থানীয় সময় শনিবার তাকে বেআইনি জনসমাবেশে উপস্থিত হওয়ার জন্য গ্রেফতার করা হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

শনিবার রাতে ২৫ বছরের চিয়ারা ডি ব্ল্যাসিও ম্যানহাটনে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। এখানে শতাধিক বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন। পুলিশ তাদের সড়কে পাশ থেকে সরে বললেও তারা তা অগ্রাহ্য করে অবস্থান নেন।

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, মেয়রের মেয়ে হিসেবে নিজের পরিচয় পুলিশের কাছে তুলে ধরেননি চিয়ারা। তবে তিনি বাসার যে ঠিকানা দিয়েছেন তাদের গভর্নর ম্যানশনের কথা উল্লেখ ছিল। গ্রেফতারের পর পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।

নিজের রাজনৈতিক প্রচারে নিউইয়র্কের মেয়র বিল ডি ব্ল্যাসিও যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ শিশুদের লালন-পালনের পক্ষে কথা বলেছেন। তিনি নিজে শ্বেতাঙ্গ, তবে তার স্ত্রী চারল্যান ম্যাকক্রে কৃষাঙ্গ।

প্রসঙ্গত, মিনিয়াপোলিস পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভেব উত্তাল যুক্তরাষ্ট্র। এক সপ্তাহ ধরে সেখানে বিক্ষোভ চলছে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

বিক্ষোভে অংশ নেয়া নিউইয়র্ক মেয়রের মেয়ে গ্রেফতার

প্রকাশের সময় : ০৪:২০:২৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০

মামুন বাবু :/-

শেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র।দেশজুড়ে আন্দোলন সংগ্রাম চলছে।বিক্ষোভে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নিচ্ছেন।বিক্ষোভে যোগ দেয়ায় গ্রেফতার হয়েছেন নিউইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্ল্যাসিওর মেয়ে। স্থানীয় সময় শনিবার তাকে বেআইনি জনসমাবেশে উপস্থিত হওয়ার জন্য গ্রেফতার করা হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

শনিবার রাতে ২৫ বছরের চিয়ারা ডি ব্ল্যাসিও ম্যানহাটনে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। এখানে শতাধিক বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন। পুলিশ তাদের সড়কে পাশ থেকে সরে বললেও তারা তা অগ্রাহ্য করে অবস্থান নেন।

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, মেয়রের মেয়ে হিসেবে নিজের পরিচয় পুলিশের কাছে তুলে ধরেননি চিয়ারা। তবে তিনি বাসার যে ঠিকানা দিয়েছেন তাদের গভর্নর ম্যানশনের কথা উল্লেখ ছিল। গ্রেফতারের পর পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।

নিজের রাজনৈতিক প্রচারে নিউইয়র্কের মেয়র বিল ডি ব্ল্যাসিও যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ শিশুদের লালন-পালনের পক্ষে কথা বলেছেন। তিনি নিজে শ্বেতাঙ্গ, তবে তার স্ত্রী চারল্যান ম্যাকক্রে কৃষাঙ্গ।

প্রসঙ্গত, মিনিয়াপোলিস পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভেব উত্তাল যুক্তরাষ্ট্র। এক সপ্তাহ ধরে সেখানে বিক্ষোভ চলছে।