
ইকবাল হোসেন :/=
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে ব্রিটেনের রানি এলিজাবেথকে খুব একটা জনসম্মুখে দেখা যায়নি।একবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন।ঘরবন্দি জীবন যাপনই করছেন। তবে ৯৪ বছর বয়স্ক রানির ঘোড়ায় চড়ার খুব শখ।সময় পেলেন ঘোড়ার পিঠে চড়ে বসেন।সম্প্রতি প্রকাশিত রানির এক ছবিতে দেখা যায় ঘোড়ায় চড়ে উইন্ডসর ক্যাসেলের মাঠ ঘুরে বেড়াচ্ছেন।
রোববার রানির ঘোড়ায় চড়ার একটি ছবি রাজপরিবারের টুইটার পেজে প্রকাশ করা হয়েছে।এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রসঙ্গত, চীনের উহান থেকে শনাক্ত হওয়া মহামারী করোনায় যুক্তরাজ্যে এখন পর্যন্ত ২ লাখ ৭৪ হাজার ৭৬২ জন আক্রান্ত হয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসনও করোনা আক্রান্ত হয়েছিলেন। করেনায় দেশটিতে মারা গেছেন ৩৮ হাজার ৪৮৯ জন।