প্রফেসর মামনুর রশিদ :/=
ডায়াবেটিস করোনায় মৃত্যু হার বাড়াচ্ছে। ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য ক্রমশ ত্রাস হয়ে উঠছে এই কোভিড-১৯। আন্তর্জাতিক সমীক্ষার রিপোর্ট বলছে, হাসপাতালে ভর্তির সাতদিন পর প্রতি ১০ করোনা রোগীর মধ্যে একজনের মৃত্যু হচ্ছে এই ডায়াবেটিসের কারণেই। আর প্রতি পাঁচজনের মধ্যে একজনকে ইনটিবেটেড অ্যান্ড মেকানিক্যাল ভেন্টিলেশনে দিতে হচ্ছে। এর উপর যদি মাইক্রো ভাসকুলার জটিলতা থাকে তাহলে মৃত্যুর ঝুঁকি দ্বিগুণ হয়ে যাচ্ছে। নতুন সমীক্ষার রিপোর্ট নিসন্দেহে রক্তচাপ বাড়াচ্ছে আমজনতার।
ডাক্তাররা আগেই বলেছিলেন, ডায়াবেটিস থাকলে করোনা আক্রান্ত হলে সমস্যা বাড়ে। মৃত্যু ভয়ও বাড়ে। এবার হাতেনাতে এক সমীক্ষায় এমন তথ্য উঠে এল। গত ১০-৩১ মার্চের মধ্যে ফ্রান্সের ৫৩টি হাসপাতালের ১ হাজার ৩১৭ জন রোগীর উপর পরীক্ষা চালান নানতেস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাদের দাবি, করোনা আক্রান্ত ৯০ শতাংশ রোগীদের মধ্যে তাঁরা টাইপ ২ ডায়াবেটিস খুঁজে পেয়েছেন। আরও তিন শতাংশ রোগীর দেহে মিলেছে টাইপ ১ ডায়াবেটিস।
ডায়াবেটোলোজিয়া জার্নালে প্রকাশিত ওই গবেষণাপত্রে আরও বলা হয়েছে, কোভিড-১৯ সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া দুই তৃতীয়াংশই পুরুষ। তাদের গড় আয়ু ৭০ বছরের মধ্যে। তা দেখে গবেষকরা বলছেন, বয়সের ভার ও ডায়াবেটিসের কারণেই অধিকাংশ করোনা রোগীর মৃত্যু হচ্ছে। হাসপাতালে ভর্তির হওয়ার সাতদিনের মধ্যে এই ধরণের রোগীর শারীরিক অবনতি হচ্ছে। ভেন্টিলেশনে পাঠাতে হচ্ছে তাদের। আর তাদের প্রতি ১০ জনের মধ্যে একজনের মৃত্যু হচ্ছে। আশঙ্কার কথা হল, এই ধরণের মাত্র ১৮ শতাংশ রোগী বাড়ি ফিরতে পারছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho