
সাজ্জাদুল ইসরাম সৌরভ :/=রাজধানীতে ন্যাশনাল ব্যাংকের গাড়ি থেকে ৮০ লাখ টাকা খোয়া যাওয়ার ঘটনার প্রায় ২০ দিন পর ৬০ লাখ টাকা উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করা হয়।
এর আগে গত ১০ মে রাজধানীর ইসলামপুর থেকে মতিঝিলে টাকা নেয়ার সময় গাড়ি থেকে ৮০ লাখ টাকা ‘খোয়া’ যায়।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশের প্রধান আব্দুল বাতেন। এ ঘটনায় আটককৃতদের কাছে থেকে দুটি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। দুপুরে এ বিষয়ে বিফ্রিং করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
এদিকে ঘটনার দিনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের ডিসি মুনতাসিরুল ইসলাম জানান, রবিবার পুরান ঢাকার বিভিন্ন শাখা থেকে সংগ্রহ করা ন্যাশনাল ব্যাংকের কয়েক কোটি টাকার বেশ কয়েকটি ব্যাগ মতিঝিল নেয়া হচ্ছিল। সর্বশেষ ইসলামপুর থেকে ব্যাগগুলো নিয়ে রওনা করা হয়। বাবুবাজারে আসার পর গাড়ির লোকজন দেখেন, একটা ব্যাগ নেই। ওই ব্যাগে ৮০ লাখ টাকা ছিল।
তিনি আরো জানান, এ ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ দায়েরের করা হয়। ব্যাংকটির সিকিউরিটিসহ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা বলেন, হয়তো কোনোভাবে টাকা পড়ে গেছে। তার প্রায় ২০ দিন পর ৬০ লাখ টাকা উদ্ধার করল ডিবি।