সেলিম রেজা: স্টাফ রিপোর্টার :/=
উত্তর ভারতীয় সীমান্তে চীন অতিরিক্ত সেনা জড়ো করছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সোমবার চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি নেতৃত্বাধীন শাসকগোষ্ঠীকে স্বৈরাচারী উল্লেখ করে এ কথা জানান তিনি।
সম্প্রতি লাদাখ ও উত্তর সিকিম সীমান্তের এলএসি বরাবর বেশ কয়েকটি অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ভারত ও চীন। ২ সপ্তাহ আগে উভয় দেশের সেনাদের মধ্যে দুইবার সংঘর্ষ ঘটে। এরপর থেকেই এই দুই দেশের উত্তেজনা ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। মার্ক থিসেন ও ড্যানিয়েল প্লেটকার এইআইয়ের হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন পডকাস্টে অংশ নিয়ে মাইক পম্পেও বলেন, আমরা আজও উত্তর ভারতের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চীনের সেনা সংখ্যা বৃদ্ধি করতে দেখছি।
তিনি বলেন, চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) শুরু থেকেই উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস সম্পর্কিত তথ্য আড়াল করার চেষ্টা করেছে।
পম্পেও আরো বলেন, হংকংয়ের জনগণের স্বাধীনতা গুঁড়িয়ে দেয়ার পদক্ষেপ নিয়েছে চীন। এগুলো চীনের কমিউনিস্ট পার্টির স্বৈরাচারী শাসকগোষ্ঠীর বৈশিষ্ট্য মাত্র। চীনের শাসকগোষ্ঠীর এসব কর্তৃত্ববাদী শাসনের বাস্তব প্রভাব রয়েছে। এটি শুধুমাত্র চীনের জনগণের ওপর অথবা হংকংয়ের জনগণের পড়ছে না। সারা বিশ্বের মানুষের ওপর এর প্রভাব পড়ছে বলেও মন্তব্য করেন তিনি
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho