
সম্রাট আকবর:/=
রাজধানীর খিলগাঁওয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রী মোর্শেদ শাহরিয়ার নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে তাকে জোর করে বিয়ের অভিযোগ তুলেছেন। এছাড়া তাদের শারীরিক মিলনের ভিডিও ধারণ করে তাকে ছেড়ে দেয়ার চাপ দিচ্ছেন। না হলে ইন্টারনেটে তা ছড়িয়ে দেয়ার হুমকি দিচ্ছেন ওই ব্যবসায়ী। মঙ্গলবার খিলগাঁও থানায় ওই ছাত্রী একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
বিশ্ববিদ্যালয় ছাত্রী লিখিত অভিযোগে উল্লেখ করেন, একই এলাকায় বাড়ি হওয়ার সুবাদে মোর্শেদ শাহরিয়ারের সঙ্গে তার পরিচয় হয়। ২০১৭ সালে ফেসবুকে তাদের প্রথম যোগাযোগ। তখন তিনি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এক পর্যায়ে তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৩ মার্চ তাকে একটি কাজী অফিসে পাঁচ হাজার টাকা দেনমোহর উল্লেখ করে বিয়ে করেন মোর্শেদ শাহরিয়ার। কিন্তু বিয়ের পর তাকে ছেড়ে দেয়ার জন্য নানাভাবে চাপ ও হুমকি দিতে থাকেন। গত ৩১ মে খিলগাঁওয়ে তার বাসায় আসেন মোর্শেদ। এ সময় তাকে মারধর করেন এবং তার সঙ্গে দৈহিক মেলামেশা করে মোবাইলে ভিডিও ধারণ করেন। তাকে ছেড়ে না দিলে ওইসব ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেন। এই অবস্থায় ছাত্রী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, ওই নারী তার স্ত্রী। ওই ছাত্রীর লিখিত অভিযোগ আমরা তদন্ত করে দেখছি।