সেলিম রেজা: স্টাফ রিপোর্টার :/=
করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত হয়ে পাকিস্তানে দুই সংসদ সংসদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) এই দুই সংসদ সদস্যের মৃত্যু হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলা।
এদের মধ্যে একজন হলেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের আইন প্রণেতা মিয়া জামশেদ দিল কাকাখেল (৬৫)। অন্যজন পাঞ্জাব প্রদেশের শওকত মানজুর চীমা।
পাকিস্তানে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়ে ১ হাজার ৭৭০ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৮২ জন এবং সনাক্ত হয়েছে ৪ হাজার ৮০১ জন। দেশটিতে মোট সনাক্ত হয়েছে ৮৫ হাজার ২৬৪ জন।