
চট্টগ্রাম ব্যুরো : নিজের করোনা হয়েছে এ কথা জেনে চট্টগ্রামের বোয়ালখালীর সুমন দেওয়ানজী (৩৬) ৫ তলা ছাদের ওপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। শনিবার সকাল ১১টার দিকে কধুরখীলের জলিল আম্বিয়া কলেজের পাশে সড়ক থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। সুমনের বাড়ি ওই কলেজের উত্তর পাশে।
স্থানীয় ইউপি সদস্য মৃণাল কান্তি বিশ্বাস টিটু সুমন শুক্রবার রাতে তার স্ত্রীকে জানান, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানালে তারা শনিবার তার করোনা পরীক্ষা করার জন্য বলেছিলেন। কিন্তু সকালে জলিল আম্বিয়া কলেজের নতুন ভবনের ৫ম তলায় উঠে রাস্তার ওপর লাফ দিয়ে আত্মহত্যা করেন। সুমন ৩ কন্যার জনক। তার মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক আরিফু্র রহমান বলেন, ময়না তদন্তের পর তদন্ত করে তার মৃত্যুর কারণ জানা যাবে।