সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ঝিকরগাছার রঘুনাথপুর ডাঙ্গী যুব শক্তির’-যাত্রায় বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের শুভেচ্ছা

নজরুল ইসলাম : স্টাফ রিপোর্টার

রঘুনাথপুর ডাঙ্গী যুব শক্তি’ স্বেচ্ছাসেবী সংগঠন এটা একটি অরাজনৈতিক সামাজিক প্রতিষ্ঠান। যা আমাদের স্বাধ্যমত অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সার্বিক প্রচেষ্টায় সমাজের সুন্দর পরিবেশ গঠন করা ও সচেতনামূলক কাজের মাধ্যমে নিজেকে সক্রিয় রেখে সুন্দর দেশ গড়ার প্রতিজ্ঞা নিয়ে যাত্রা শুরু।

যেকোনো সমাজ বা রাষ্ট্রের যুবরাই প্রধান শক্তি। তারা পরিবারের প্রধান চালিকা শক্তি, একই সাথে গ্রাম উন্নয়নের প্রধান চালিকা শক্তি। এই শক্তিকে কাজে লাগাতেই যাত্রা শুরু ”রঘুনাথপুর ডাঙ্গী যুব শক্তির”। এই সংগঠনের মাধ্যমে শুরু হবে যুব মুক্তি আন্দোলন। একটি আলোকিত এবং স্বনির্ভর গ্রাম গড়ে তোলাই যাদের মূল লক্ষ্য।
অশিক্ষা আমাদের সমাজের অন্যতম প্রধান সমস্যা। শুধু এই কারণেই গ্রামের অধিকাংশ যুবক শিক্ষার আলো থেকে যেমন বঞ্চিত তেমনি জীবন গড়ে তোলার অন্তর্নিহিত মানসিক শক্তি থেকেও বঞ্চিত। এই সংগঠনের উদ্যাগে.. যশোরের ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের কজন শিক্ষিত বেকার যুবক উদ্যোগ নিলেন গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দেবেন এই প্রত্যয়ে। গড়ে তুললেন নতুন এক আলোর ঠিকানা, নাম দিলেন “রঘুনাথপুর ডাঙ্গী যুব শক্তি”। এই শিক্ষার আলো ছড়িয়ে দিতে, একই সাথে সংগঠনে যোগ হয়েছে গ্রামের যুবকরা। কিছুদিনের মধ্যেই ৫০ জনের এক বড় পরিবার হয়ে গেল “রঘুনাথপুর ডাঙ্গী যুব শক্তি” শিক্ষা,সেবা ও উন্নয়ন সংগঠন’।
কর্মপরিকল্পনা :-.প্রথম লক্ষ্যটাই হবে, গ্রামের অশিক্ষিত গরিব পরিবারের ছেলেমেয়েদের শিক্ষিত করা। স্থির করেছি ,২০২৫ সালের মধ্যেই গ্রামের ছোট ছেলেমেয়েদের বিদ্যালয়মুখী করা। পাশাপাশি তাদের জন্য আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা। সংগঠনের গৃহীত উদ্যোগ ক্রমান্বয়ে আলোর মুখ দেখতে শুরু করলে। শিক্ষা আন্দোলনের সাথেই সংগঠন গ্রামের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডে অংশ নিবে। গ্রামের অসহায় পরিবারের সাহায্যে তারা এগিয়ে আসবে, এবং তাদের জন্য ব্যবস্থা করা হবে বিনামূল্যে চিকিৎসা। এই পরিবার “রঘুনাথপুর ডাঙ্গী যুব শক্তি” তাদের বেকারত্ব দূরীকরণে ব্যবস্থা করবে আত্মকর্মসংস্থানের উদ্দেশ্যে।

২০২০ সালে যাত্রা শুরু “রঘুনাথপুর ডাঙ্গী যুব শক্তি” শিক্ষা,সেবা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে। গ্রামের ছেলেমেয়েদের শত ভাগ শিক্ষিত করে তোলার স্বপ্ন নিয়ে। যুবকরা গরিব-দুঃখী মানুষের জীবন যাত্রার মানের উন্নয়নের লক্ষ্যে। “রঘুনাথপুর ডাঙ্গী যুব শক্তি” সংগঠনের মাধ্যমে গ্রামের সবাইকে একত্রিত করতে সক্ষম হয়েছে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে প্রত্যেক মানুষের তার চারপাশের সমাজের প্রতি অনেক দায়িত্ববোধ রয়েছে। সে দায়বদ্ধতার জায়গায় অটল থেকে সমাজের প্রতি আমাদের দায়িত্বটুকু পালন করার উদ্দেশ্যে এ সংগঠনটি প্রতিষ্ঠা করেছি।

রঘুনাথপুর ডাঙ্গী যুব শক্তি, সকলের সহযোগিতা পেলে ‘প্রত্যাশা’-এর লক্ষ্য ও উদ্দেশ্যের দিকে আরো এগিয়ে যাবে।

রঘুনাথপুর ডাঙ্গী যুব শক্তি-শুভ যাত্রা উপলক্ষে বিভিন্ন শেণীপেশার মানুষ শুভ কামনা করে বিবৃতি দিয়েছেন…বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি-আলহাজ্ব মহসিন মিলন,ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ জনাব আঃরাজ্জাক,  Bhrc- ঝিকরগাছা ইউনিটের সম্পাদক উজ্জল হোসেন,নাভারন মহিলা কলেজের অধ্যাপক রফিকুল ইসলাম বুলি, Bhrc -আলমগীর হোসেন,নজরুল ইসলাম, বেনাপোল টিভি জার্নালিস্ট এসোশিয়েশনের সভাপতি সাজেদুর রহমান,সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন (পাপ্পু),বার্তা কণ্ঠের সাংবাদিক- প্রফেসর জিন্নাত আলী, প্রফেসর মামুনুর রশিদ ও ইকবাল হোসেন। ডাঙ্গী গ্রামের ফজলুর রহমান শুকুর,বিশিষ্ট ব্যবসায়ী-আলী আহমেদ,নজরুল ইসলাম (নজির) প্রমুখ।

♦সংগঠনের উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রমগুলো শিক্ষা,সেবা ও উন্নয়ন এবং উন্নত সমাজ গড়তে “রঘুনাথপুর ডাঙ্গী যুব শক্তি” উন্নয়নমূলক সংস্থা (R.D.J.S)’ রঘুনাথপুর ডাঙ্গী যুব শক্তি’ সংস্থার উদ্দেশ্য সমূহ- ♦’রঘুনাথপুর ডাঙ্গী যুব শক্তি’ সংস্থা অসহায়,দরিদ্র মানুষের বিনামূল্যে চিকিৎসা প্রদানের ব্যবস্হা করা। ♦.পথ শিশু ও বয়স্ক শিক্ষা কার্যক্রম পরিচালনা করা। ♦.গৃহহীন ও অসহায়দের অবকাঠামো নির্মাণে সহায়তা করা। ♦.দারিদ্র্য শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী প্রদান। ♦.বিনামূল্যে রক্তদান। ♦.বিশুদ্ধ পানি ও স্যানিটেশন-এর সু-ব্যবস্থা করা। ♦. বাল্যবিবাহ বন্ধ করতে গণসচেতনতা তৈরি করা। ♦.কৃষি, মৎস ও গবাদি পশু পালন করে এলাকা ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি। ♦.গ্রামীণ মহিলাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। ♦.নবজাত শিশুর স্বাস্থ্য সচেতনতা। এছাড়া সমাজের নানা অসংগতি দূর, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভুমিকার পাশাপাশি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এবং দূর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এ সকল উদ্দেশ্য সমূহকে সামনে রেখে “রঘুনাথপুর ডাঙ্গী যুব শক্তি” (R.D.J.S) অগ্রণী ভূমিকা পালন করবে। আপনাদের সকলের সহযোগিতা ও দোয়া চাই।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

পলিথিন-প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছার রঘুনাথপুর ডাঙ্গী যুব শক্তির’-যাত্রায় বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের শুভেচ্ছা

প্রকাশের সময় : ০৬:৪৮:১০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০

নজরুল ইসলাম : স্টাফ রিপোর্টার

রঘুনাথপুর ডাঙ্গী যুব শক্তি’ স্বেচ্ছাসেবী সংগঠন এটা একটি অরাজনৈতিক সামাজিক প্রতিষ্ঠান। যা আমাদের স্বাধ্যমত অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সার্বিক প্রচেষ্টায় সমাজের সুন্দর পরিবেশ গঠন করা ও সচেতনামূলক কাজের মাধ্যমে নিজেকে সক্রিয় রেখে সুন্দর দেশ গড়ার প্রতিজ্ঞা নিয়ে যাত্রা শুরু।

যেকোনো সমাজ বা রাষ্ট্রের যুবরাই প্রধান শক্তি। তারা পরিবারের প্রধান চালিকা শক্তি, একই সাথে গ্রাম উন্নয়নের প্রধান চালিকা শক্তি। এই শক্তিকে কাজে লাগাতেই যাত্রা শুরু ”রঘুনাথপুর ডাঙ্গী যুব শক্তির”। এই সংগঠনের মাধ্যমে শুরু হবে যুব মুক্তি আন্দোলন। একটি আলোকিত এবং স্বনির্ভর গ্রাম গড়ে তোলাই যাদের মূল লক্ষ্য।
অশিক্ষা আমাদের সমাজের অন্যতম প্রধান সমস্যা। শুধু এই কারণেই গ্রামের অধিকাংশ যুবক শিক্ষার আলো থেকে যেমন বঞ্চিত তেমনি জীবন গড়ে তোলার অন্তর্নিহিত মানসিক শক্তি থেকেও বঞ্চিত। এই সংগঠনের উদ্যাগে.. যশোরের ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের কজন শিক্ষিত বেকার যুবক উদ্যোগ নিলেন গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে দেবেন এই প্রত্যয়ে। গড়ে তুললেন নতুন এক আলোর ঠিকানা, নাম দিলেন “রঘুনাথপুর ডাঙ্গী যুব শক্তি”। এই শিক্ষার আলো ছড়িয়ে দিতে, একই সাথে সংগঠনে যোগ হয়েছে গ্রামের যুবকরা। কিছুদিনের মধ্যেই ৫০ জনের এক বড় পরিবার হয়ে গেল “রঘুনাথপুর ডাঙ্গী যুব শক্তি” শিক্ষা,সেবা ও উন্নয়ন সংগঠন’।
কর্মপরিকল্পনা :-.প্রথম লক্ষ্যটাই হবে, গ্রামের অশিক্ষিত গরিব পরিবারের ছেলেমেয়েদের শিক্ষিত করা। স্থির করেছি ,২০২৫ সালের মধ্যেই গ্রামের ছোট ছেলেমেয়েদের বিদ্যালয়মুখী করা। পাশাপাশি তাদের জন্য আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা। সংগঠনের গৃহীত উদ্যোগ ক্রমান্বয়ে আলোর মুখ দেখতে শুরু করলে। শিক্ষা আন্দোলনের সাথেই সংগঠন গ্রামের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডে অংশ নিবে। গ্রামের অসহায় পরিবারের সাহায্যে তারা এগিয়ে আসবে, এবং তাদের জন্য ব্যবস্থা করা হবে বিনামূল্যে চিকিৎসা। এই পরিবার “রঘুনাথপুর ডাঙ্গী যুব শক্তি” তাদের বেকারত্ব দূরীকরণে ব্যবস্থা করবে আত্মকর্মসংস্থানের উদ্দেশ্যে।

২০২০ সালে যাত্রা শুরু “রঘুনাথপুর ডাঙ্গী যুব শক্তি” শিক্ষা,সেবা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে। গ্রামের ছেলেমেয়েদের শত ভাগ শিক্ষিত করে তোলার স্বপ্ন নিয়ে। যুবকরা গরিব-দুঃখী মানুষের জীবন যাত্রার মানের উন্নয়নের লক্ষ্যে। “রঘুনাথপুর ডাঙ্গী যুব শক্তি” সংগঠনের মাধ্যমে গ্রামের সবাইকে একত্রিত করতে সক্ষম হয়েছে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে প্রত্যেক মানুষের তার চারপাশের সমাজের প্রতি অনেক দায়িত্ববোধ রয়েছে। সে দায়বদ্ধতার জায়গায় অটল থেকে সমাজের প্রতি আমাদের দায়িত্বটুকু পালন করার উদ্দেশ্যে এ সংগঠনটি প্রতিষ্ঠা করেছি।

রঘুনাথপুর ডাঙ্গী যুব শক্তি, সকলের সহযোগিতা পেলে ‘প্রত্যাশা’-এর লক্ষ্য ও উদ্দেশ্যের দিকে আরো এগিয়ে যাবে।

রঘুনাথপুর ডাঙ্গী যুব শক্তি-শুভ যাত্রা উপলক্ষে বিভিন্ন শেণীপেশার মানুষ শুভ কামনা করে বিবৃতি দিয়েছেন…বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি-আলহাজ্ব মহসিন মিলন,ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ জনাব আঃরাজ্জাক,  Bhrc- ঝিকরগাছা ইউনিটের সম্পাদক উজ্জল হোসেন,নাভারন মহিলা কলেজের অধ্যাপক রফিকুল ইসলাম বুলি, Bhrc -আলমগীর হোসেন,নজরুল ইসলাম, বেনাপোল টিভি জার্নালিস্ট এসোশিয়েশনের সভাপতি সাজেদুর রহমান,সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন (পাপ্পু),বার্তা কণ্ঠের সাংবাদিক- প্রফেসর জিন্নাত আলী, প্রফেসর মামুনুর রশিদ ও ইকবাল হোসেন। ডাঙ্গী গ্রামের ফজলুর রহমান শুকুর,বিশিষ্ট ব্যবসায়ী-আলী আহমেদ,নজরুল ইসলাম (নজির) প্রমুখ।

♦সংগঠনের উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রমগুলো শিক্ষা,সেবা ও উন্নয়ন এবং উন্নত সমাজ গড়তে “রঘুনাথপুর ডাঙ্গী যুব শক্তি” উন্নয়নমূলক সংস্থা (R.D.J.S)’ রঘুনাথপুর ডাঙ্গী যুব শক্তি’ সংস্থার উদ্দেশ্য সমূহ- ♦’রঘুনাথপুর ডাঙ্গী যুব শক্তি’ সংস্থা অসহায়,দরিদ্র মানুষের বিনামূল্যে চিকিৎসা প্রদানের ব্যবস্হা করা। ♦.পথ শিশু ও বয়স্ক শিক্ষা কার্যক্রম পরিচালনা করা। ♦.গৃহহীন ও অসহায়দের অবকাঠামো নির্মাণে সহায়তা করা। ♦.দারিদ্র্য শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী প্রদান। ♦.বিনামূল্যে রক্তদান। ♦.বিশুদ্ধ পানি ও স্যানিটেশন-এর সু-ব্যবস্থা করা। ♦. বাল্যবিবাহ বন্ধ করতে গণসচেতনতা তৈরি করা। ♦.কৃষি, মৎস ও গবাদি পশু পালন করে এলাকা ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি। ♦.গ্রামীণ মহিলাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। ♦.নবজাত শিশুর স্বাস্থ্য সচেতনতা। এছাড়া সমাজের নানা অসংগতি দূর, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভুমিকার পাশাপাশি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এবং দূর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এ সকল উদ্দেশ্য সমূহকে সামনে রেখে “রঘুনাথপুর ডাঙ্গী যুব শক্তি” (R.D.J.S) অগ্রণী ভূমিকা পালন করবে। আপনাদের সকলের সহযোগিতা ও দোয়া চাই।