রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

যশোরের ঝিকরগাছায় ইয়াবাসহ কার জব্দ, আটক ২

নজরুল ইসলাম, ঝিকরগাছা ব্যুরো:/=

যশোরের ঝিকরগাছা থানা পুলিশ একটি কার জব্দ করেছে। ওই কার থেকে ৩০৭ পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে জানিয়ে পুলিশ দাবি করছে, তারা মাদক ব্যবসায়ী।
আটক দুইজন হলেন, যশোর শহরের রেলগেট এলাকার করিম মিয়ার ছেলে সবুজ হোসেন (২৬) ও শার্শা উপজেলার রাজনগর গ্রামের জসিম উদ্দিনের ছেলে (কার-চালক) রনি (২৭)।
ঝিকরগাছা থানার এসআই সুরঞ্জিতকুমার জানিয়েছেন, রোববার রাতে তারা ফোর্স নিয়ে বিশেষ অভিযানে বের হন। ওই সময় তারা বেনাপোল থেকে ছেড়ে আসা একটি কার (ঢাকা মেট্রো-গ-১২-৭১৭৭) পারবাজার এলাকায় থামিয়ে তল্লাশি করেন। তখন সবুজ ও রনির দেহ থেকে ৩০৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক দুইজনের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য আইনের ৩৬(১)-এর ১০(ক) ধারায় মামলা হয়েছে।
এক নাম্বার আসামি সবুজ হোসেনের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্যসহ বিভিন্ন ঘটনার ছয়টি মামলা রয়েছে বলেও এসআই সুরঞ্জিত জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

যশোরের ঝিকরগাছায় ইয়াবাসহ কার জব্দ, আটক ২

প্রকাশের সময় : ০৮:১১:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০

নজরুল ইসলাম, ঝিকরগাছা ব্যুরো:/=

যশোরের ঝিকরগাছা থানা পুলিশ একটি কার জব্দ করেছে। ওই কার থেকে ৩০৭ পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে জানিয়ে পুলিশ দাবি করছে, তারা মাদক ব্যবসায়ী।
আটক দুইজন হলেন, যশোর শহরের রেলগেট এলাকার করিম মিয়ার ছেলে সবুজ হোসেন (২৬) ও শার্শা উপজেলার রাজনগর গ্রামের জসিম উদ্দিনের ছেলে (কার-চালক) রনি (২৭)।
ঝিকরগাছা থানার এসআই সুরঞ্জিতকুমার জানিয়েছেন, রোববার রাতে তারা ফোর্স নিয়ে বিশেষ অভিযানে বের হন। ওই সময় তারা বেনাপোল থেকে ছেড়ে আসা একটি কার (ঢাকা মেট্রো-গ-১২-৭১৭৭) পারবাজার এলাকায় থামিয়ে তল্লাশি করেন। তখন সবুজ ও রনির দেহ থেকে ৩০৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক দুইজনের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য আইনের ৩৬(১)-এর ১০(ক) ধারায় মামলা হয়েছে।
এক নাম্বার আসামি সবুজ হোসেনের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্যসহ বিভিন্ন ঘটনার ছয়টি মামলা রয়েছে বলেও এসআই সুরঞ্জিত জানিয়েছেন।