রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে মাদক সেবন না করায় মুক্তিযোদ্ধার সন্তানকে পিটিয়ে আহত!!

মোস্তাফিজুর রহমান ,লালমনিরহাট প্রতিনিধিঃ/= লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলায়  রড়খাতা ইউনিয়নে মাদক সেবনে রাজি না হওয়ায় মিজু মিয়া (২৮) নামে এক মুক্তিযোদ্ধার সন্তানকে বেধড়ক পিটিয়ে আহত করার অভি যোগ পাওয়া গেছে। আহত মিজু মিয়া বর্তমানে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।সোমবার (৮ জুন)  আহতের বড় ভাই মানিক বাদি হয়ে দুই জনকে আসামি করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে রোববার (৭ জুন) বিকেলে উপজেলার বড়খাতা রেল গেট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।অভিযুক্তরা হলেন, উপজেলার পশ্চিম সারডুবি মৃত আকবর হোসেনের ছেলে আবেদ হোসেন বাবু (৫৫) ও তার ছেলে সাজ্জাদ হোসেন স্বাধীন (২৮)।আহত মিজু মিয়া উপজেলার বড়খাতা এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের ছেলে।অভিযুক্ত স্বাধীন আহত মিজু মিয়াকে বেশ কয়েকদিন থেকে মাদক সেবনের জন্য বলে আসছিলো। এতে মিজু রাজি না হলে তার উপর ক্ষোভের সৃষ্টি হয় স্বাধীনের। এমতাবস্থায় ৭ জুন বিকেলে বড় খাতা রেলগেট বাজার এলাকায় আবেদের নেতৃত্বে ধাওয়া করে স্বাধীন। পরে মিজু নিজেকে বাঁচাতে হাতীবান্ধা-পাটগ্রাম-১ আসনের এমপির বাসার ভিতরে প্রবেশে করে। এ সময় মিজুকে স্বাধীন সেখান থেকে টেনে হিছড়ে বের করে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মিজুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে যায়।এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

আওয়ামী লীগ লুট করা টাকায় নাশকতার পরিকল্পনা করছে: রিজভী 

লালমনিরহাটে মাদক সেবন না করায় মুক্তিযোদ্ধার সন্তানকে পিটিয়ে আহত!!

প্রকাশের সময় : ১১:০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
মোস্তাফিজুর রহমান ,লালমনিরহাট প্রতিনিধিঃ/= লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলায়  রড়খাতা ইউনিয়নে মাদক সেবনে রাজি না হওয়ায় মিজু মিয়া (২৮) নামে এক মুক্তিযোদ্ধার সন্তানকে বেধড়ক পিটিয়ে আহত করার অভি যোগ পাওয়া গেছে। আহত মিজু মিয়া বর্তমানে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।সোমবার (৮ জুন)  আহতের বড় ভাই মানিক বাদি হয়ে দুই জনকে আসামি করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে রোববার (৭ জুন) বিকেলে উপজেলার বড়খাতা রেল গেট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।অভিযুক্তরা হলেন, উপজেলার পশ্চিম সারডুবি মৃত আকবর হোসেনের ছেলে আবেদ হোসেন বাবু (৫৫) ও তার ছেলে সাজ্জাদ হোসেন স্বাধীন (২৮)।আহত মিজু মিয়া উপজেলার বড়খাতা এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের ছেলে।অভিযুক্ত স্বাধীন আহত মিজু মিয়াকে বেশ কয়েকদিন থেকে মাদক সেবনের জন্য বলে আসছিলো। এতে মিজু রাজি না হলে তার উপর ক্ষোভের সৃষ্টি হয় স্বাধীনের। এমতাবস্থায় ৭ জুন বিকেলে বড় খাতা রেলগেট বাজার এলাকায় আবেদের নেতৃত্বে ধাওয়া করে স্বাধীন। পরে মিজু নিজেকে বাঁচাতে হাতীবান্ধা-পাটগ্রাম-১ আসনের এমপির বাসার ভিতরে প্রবেশে করে। এ সময় মিজুকে স্বাধীন সেখান থেকে টেনে হিছড়ে বের করে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মিজুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে যায়।এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।