
নুরুজ্জামান লিটন:/=
করোনার সঙ্গে লড়াই করে না ফেরার চলে গেছেন উপ-কর কমিশনার সুধাংশু কুমার সাহা। এরমধ্যেই পরিবারটির জন্য নতুন শঙ্কার খবর এসেছে। সুধাংশুর স্ত্রী, মেয়ে ও গৃহকর্মীরও করোনা পজিটিভ এসেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মুমেন এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সুধাংশু কুমার সাহা।
পরিবারের প্রিয় মানুষটিকে হারিয়ে দিশেহারা সুধাংশু সাহার স্বজনরা। বিসিএস (কর) ক্যাডারের ২৭তম ব্যাচের মেধাবী এই কর্মকর্তাকে হারিয়ে শোকের ছায়া নেমেছে গোটা কর বিভাগে।
সৈয়দ এ মুমেন বলেন, সুধাংশু কুমার সাহা কর অঞ্চল-৩ ঢাকায় কর্মরত ছিলেন। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে তিনি করোনায় আক্রান্ত হন। তিনি ছাড়া তার স্ত্রী মানসী সাহা, ৭ বছরের মেয়ে সাঁঝবাতি ও গৃহকর্মীও করোনায় আক্রান্ত।
তিনি জানান, সাধারণ ছুটিতেও অফিস করছিলেন সুধাংশু কুমার। সর্বশেষ তিনি ১৪ মে অফিস করেছেন। এর পর কয়েক দিন ধরে তার প্রচণ্ড জ্বর ছিল। করোনার উপসর্গ থাকায় নমুনা পরীক্ষা করান। ২৮ মে তার রিপোর্ট পজিটিভ আসে।
জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ওই দিন তাকে ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে ভর্তি করা হয়। দেয়া হয় অক্সিজেন সাপোর্ট। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয়। সোমবার রাতে অবস্থার আরও অবনতি হলে ভেন্টিলেশনে নেয়া হয়। পরে রাত ১১টার দিকে তিনি মারা যান।
সুধাংশুর পরিবারের বাকি সদস্যরা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।