
বাগেরহাট প্রতিনিধি:/= বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইনে গোলাম কিবরিয়া তারিক (৪৬) নামের এক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
মোড়েলগঞ্জ থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান, অ্যাডভোকেট গোলাম কিবরিয়া তারিক তার ফেসবুক আইডিতে এলাকার বিভিন্ন ব্যক্তির নামে অশ্লিল স্টাটাস দিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে। উপজেলার বারুইখালী এলাকার জাহাঙ্গীর আলম ফরাজি নামের এক ব্যক্তি ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার রাতে ওই আইনজীবীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনেএকটি মামলা করেন। রাতেই মোড়েলগঞ্জ উপজেলা সদরে তার বাড়ি থেকে ওই আইনজীবীকে গ্রেফতার করা হয়।