তানজীর মহসিন অংকন:/=
করোনা মহামারীতে স্তব্ধ বিশ্বফুটবল তার সেরা দুই নায়ককে মাঠে ফিরতে দেখবে ২৪ ঘণ্টার ব্যবধানে। আজ রাতে ইতালিতে ফুটবল শুরু হবে জুভেন্টাস-এসি মিলান ম্যাচ দিয়ে। তুরিনে ইতালিয়ান কাপ সেমিফাইনালে জুভেন্টাসের সেরা তাস যথারীতি ক্রিশ্চিয়ানো রোনালদো। দুদলের প্রথম লেগ ১-১ ড্র হয়েছিল। জুভেন্টাস শেষরক্ষা করে রোনালদোর পেনাল্টিতে। অবশ্য চোট থাকায় শুক্রবার জ্লাটন ইব্রাহিমোভিচ খেলছেন না।
পাশাপাশি শনিবার লা লিগায় বার্সেলোনার লড়াই মায়োরকার সঙ্গে, যেখানে প্রায় তিন মাস পরে খেলবেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। স্পেনের লিগ খেতাব জিততে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বার্সা আর রিয়াল মাদ্রিদের। মেসিরা এগিয়ে মাত্র দুই পয়েন্টে। যেকোনও সময় তাদের ধরে ফেলতে পারে দু’নম্বরে থাকা রিয়াল মাদ্রিদ।
মেসি নিজে বলেছেন, করোনা নিয়ে তিনি আতঙ্কিত নন। বরং আবার ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছেন। বার্সার সুবিধা, এতদিন খেলা বন্ধ থাকায় লুইস সুয়ারেজ সুস্থ হয়ে মাঠে ফিরতে পারছেন। যা নিয়ে আঁতোয়ান গ্রিজম্যান বলেছেন, ‘লুইস বার্সায় প্রচুর গোল করে। চোটের জন্য আমাদের শেষ কিছু ম্যাচ খেলতে পারেনি। যার জন্য গোটা দলই ভুগেছে। ও ফেরায় সবাই তাই খুশি।’
ফরাসি তারকা নিজেকে নিয়ে বলেছেন, ‘এতদিন বিশ্রাম পেয়ে ব্যক্তিগতভাবে আমার ভালই হয়েছে। মনে হয় শেষ পাঁচ বছরে এই প্রথম এত লম্বা ছুটি পেলাম। স্ত্রী, বাচ্চাদের সঙ্গে দারুণ কাটালাম। খেলার ক্ষুধাটাও বেড়ে গিয়েছে। আমি তৈরি। তৈরি আমরা সবাই।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho