
রোকনুজ্জামান রিপন:/=
খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ হাবিবুর রহমান বিপিএম (এডমিন এন্ড ফিন্যান্স) যশোর জেলা পুলিশের হিসাব শাখা এবং ‘খ’ সার্কেল অফিস পরিদর্শন করেছেন গতকাল।
যশোর আসলে তাকে ফুল দিয়ে শূভেচ্ছা জানান, জেলার চৌকস পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম।
তিনি এসময়জেলা পুলিশ যশোরের হিসাব শাখার ষান্মাসিক এবং ‘খ’ সার্কেল অফিসের দ্বি-বার্ষিক পরিদর্শন করেন। উক্ত অফিস পরিদর্শন শেষে সার্বিক কাজে সন্তোষ প্রকাশ করেন এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উক্ত পরিদর্শনে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম।আরোও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সালাউদ্দীন শিকদার অতিঃ পুলিশ সুপার (অপরাধ), যশোর, জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম পিপিএম, জেলা বিশেষ শাখা, যশোর, জনাব মোঃ গোলাম রব্বানী শেখ পিপিএম, ‘ক’ সার্কেল, যশোর, জনাব জামাল আল-নাসের ‘খ’ সার্কেল, যশোর, জনাব মোঃ অপু সরোয়ার অতিঃ পুলিশ সুপার (সদর), সহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাগণ।