
মশিয়ার রহমান কাজল:/=
চিনে একটি তেলের ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১৭ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (১৩ জুন) চিনের ঝেজিয়াং-এর ইস্টার্ন প্রভিন্সের কাছে একটি হাইওয়েতে বিস্ফোরণের ঘটনা ঘটে। চিনা সরকারি কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে হতাহতের এই তথ্য জানিয়েছেন।
নিউইয়র্ক টাইমসে প্রকাশিত ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের তীব্রতায় কাছে থাকা বাড়ি ও কারখানা ভেঙে গেছে। চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। এছাড়া পাশে থাকা একাধিক গাড়িতে আগুন ধরে যায়।
এই ব্যাপারে চিনা সংবাদমাধ্যম সিজিটিএন বলছে, শনিবার বিকেলে চিনের ঝেজিয়াং প্রদেশের তাইজৌ শহরের মহাসড়কে একটি ট্যাংকার বিস্ফোরণ ঘটে। ট্যাংকারটি বিস্ফোরণের পর এটি ছিটকে গিয়ে নিকটস্থ একটি ওয়ার্কশপের ওপর পড়লে দ্বিতীয় দফা বিস্ফোরণ হয়।
এই ঘটনার পরপরই শুরু হয় উদ্ধারকাজ। এ ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
রবিবার চিনের ন্যাশনাল হেলথ কমিশনের পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রাণঘাতী করোনা ভাইরাসে ৫৭ জন আক্রান্ত হয়েছেন।