ঠাকুরগাঁও প্রতিনিধি:/=
ঠাকুরগাঁওয়ে একই রশিতে ঝুলন্ত অবস্থায় স্বামী বিপুল (২৫) ও স্ত্রী পারুলের (২২) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে জেলার রাণীশংকৈল উপজেলার বিরাশী বাজার এলাকায় নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে তাদের দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত বিপুল রাণীশংকৈল উপজেলার চাপোড় পারবর্তীপুর গ্রামের বিরাশী পাড়া গ্রামের মৃত স্বেত কুমারের ছেলে এবং মৃত পারুল (বাবার বাড়ি) বালিয়াডাঙ্গী উপজেলার বড়কোর্ট আধারদীঘি গ্রামের ঝাটালু সিংহের মেয়ে।
রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান জানান, বিপুলের নিজ বাড়ির শয়ন কক্ষে বাশেঁর সড়ের সাথে একই রশিতে ঝুলন্ত অবস্থায় তাদের মৃতদেহ দেখতে পেয়ে প্রতিবেশিরা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামী বিপুল ও স্ত্রী পারুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে । মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই রহস্যজনক মৃত্যুর কারণ তদন্তে কাজ শুরু করেছে পুলিশ।