তানজীর মহসিন অংকন:/=
মহামারী করোনা ঠেকাতে যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার নাভারণ সদর ও বেনাপোল পৌরসভার ২ নং ওয়ার্ড রেডজোন ঘোষণা করে লকডাউন করা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।
মঙ্গলবার সকাল থেকে উপজেলার নাভারনের কাজিরবেড়, নাভারন রেলবাজার, উত্তর ও দক্ষিণ বুরুজবাগান এবং বেনাপোল পৌরসভার ২নং ওয়ার্ড এর নামাজগ্রাম ও দূর্গাপুর গ্রামকে লকডাউন করা হয়।
বাঁশের বেড়া দিয়ে তাতে লকডাউন ব্যানার টাঙিয়ে বেরিকেট দিয়ে মা্ইকিং করা হয়। রেড জোনকে লকডাউন কার্যক্রম বাস্তবায়ন করেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান সহ প্রশাসন ও পৌরসভার কর্মকর্তাগণ।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে যে সব এলাকাকে লকডাউন ঘোষনা করা হয় সে সব এলাকার জনগনকে ঘরে থাকতে হবে। যারা অকারনে ঘরের বাইরে বের হবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। শার্শা উপজেলায় রেড জোন, ইয়োলো জোন ও গ্রীন এই তিন ভাগে ভাগ করা হয়েছে। রেড জোন এলাকা লকডাউনভুক্ত ঘোষণা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho