মো: ইদ্রিস আলী:/=
সীমান্তে আন্তঃকোরিয়া যোগাযোগের বিষয়ে প্রতিষ্ঠিত একটি অফিসকে উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। এ ঘটনায় দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার উপর ক্ষুব্ধ হতে পারে বলে মনে করা হচ্ছে।
উত্তর কোরিয়া থেকে পালিয়ে দক্ষিণ কোরিয়ায় চলে যাওয়া লোকজনের পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য লিফলেট বিতরণ বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার পর উত্তর কোরিয়া সীমান্তে যোগাযোগ অফিস উড়িয়ে দিয়েছে।
দক্ষিণ কোরিয়ার পুনঃএকত্রীকরণ বিষয়ক মন্ত্রী কিম ইয়ন-চুল বলেছেন, স্থানীয় সময় আজ (মঙ্গলবার) ২টা ৪৯ মিনিটের সময় উত্তর কোরিয়ার কায়েসং শহরের কাছে এই বিস্ফোরণ ঘটে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে অপপ্রচার ঠেকাতে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে উত্তরের সামরিক বাহিনী হুমকি দেয়ার পর সীমান্তের যোগাযোগ অফিস উড়িয়ে দেয়ার ঘটনা ঘটলো।
উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর জেনারেল স্টাফ আজ এক বিবৃতিতে বলেছেন, "উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল ও সরকারের যেকোনো সিদ্ধান্তকে আমরা দ্রুত এবং পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবো।" উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এ বিবৃতি প্রকাশ করেছে।
উত্তর কোরিয়ায় বিরুদ্ধে লিফলেট বিতরণের মাধ্যমে অপপ্রচার চালানোকে কেন্দ্র করে পিয়ংইয়ং এবং সিউলের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। উত্তর কোরিয়া থেকে পালিয়ে দক্ষিণ কোরিয়ায় চলে যাওয়া লোকজন মাঝেমধ্যেই বেলুনের মাধ্যমে অথবা নদীপথে বোতলের মাধ্যমে উত্তর কোরিয়ার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে লিফলেট বিতরণ করে থাকে।#
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho