
মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট প্রতিনিধিঃ/=
ললমনিরহাটে পুলিশ সদস্যসহ নতুন আরো ৩ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে লালমনিরহাট সদর উপজেলায় ২ জন ও হাতীবান্ধা উপজেলার একজন রয়েছেন।সোমবার (১৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিৎ করেছেন লালমনিরহাট সিভিল সার্জন (সিএস) ডা. নির্মলেন্দু রায়। রোববার (১৪ জুন) লালমনিরহাট সিভিল সার্জন কার্যালয় থেকে ২৫ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়। পরদিন, সোমবার (১৫ জুন) বিকেলে তাদের মধ্যে ৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্তরা হলেন- লালমনিরহাট পৌরসভার বিশিষ্ট ব্যবসায়ী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সেকেন্দার আলী (৬০), জেলায় কর্মরত পুলিশ সদস্য সুমন মিয়া (২৮) এবং হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী এলাকার বাসিন্দা আনজুমান আরা বেগম (৫৫)।নতুন ৩ জনসহ লালমনিরহাটে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৬৭ জনে। তবে, এদের মধ্যে ৩৭ জনই সুস্থ্য হয়ে বাড়িতে ফিরেছেন।