প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩০, ২০২৬, ২:১১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৬, ২০২০, ১০:১৫ পি.এম
সোনালী ব্যাংকের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা শাখা লকডাউন

মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি:/= সোনালী ব্যাংক লিমিটেড লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা শাখা লকডাউন করা হয়েছে। সোমবার ১৫ জুন থেকে লকডাউন করে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ব্যাংক কর্তৃপক্ষ। ওই শাখার এক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় শাখাটি লকডাউন করা হয়।জানাগেছে, ওই শাখায় ঋণ সেকশনে কর্মরত কর্মকর্তা হালকা জ্বর ও মুখে তিতা ভাব অনুভব করলে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত বৃহস্পতিবার (১১জুন) নমুনা দেন। ওই নমুনা পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রবিবার (১৪ জুন) নমুনা পরীক্ষার ফলাফলে করোনা শনাক্ত হয়। এতে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমান ও সোনালী ব্যাংক কর্তৃপক্ষের নির্দেশক্রমে সোমবার ১৫ জুন থেকে ৪৮ ঘন্টা অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়।
সোনালী ব্যাংক লিমিটেড পাটগ্রাম শাখা ব্যবস্থাপক আসাদুজ্জামান বলেন, ‘ব্যাংকের কর্মকর্তা- কর্মচারী ১৪ জন বৃহস্পতিবার(১৫ জুন) করোনা শনাক্তের জন্য পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা প্রদান করি। নমুনার রিপোর্ট না আসা পর্যন্ত ব্যাংকের পাটগ্রাম শাখা বন্ধ থাকবে। যাদের করোনা শনাক্ত হবে তাদেরকে আলাদা ও চিকিৎসার ব্যবস্থা করে ব্যাংক খোলা হবে।’
এছাড়াও পাটগ্রাম পৌরসভার ৮ নং ওয়ার্ডের স্টেশন পাড়ার এক নারীর করোনা শনাক্ত হয়েছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অরুপ পাল জানান, ‘সোনালী ব্যাংক লি. পাটগ্রাম শাখার এক কর্মকর্তা ও পৌর এলাকার এক নারী করোনা আক্রান্ত হয়েছে। তাদেরকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমান শাখা বন্ধের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho