ভোলা প্রতিনিধি\
ভোলা সদরে এক স্বাস্থ্যকর্মী ও চরফ্যাশন উপজেলায় এক ডাক্তারসহ আরো ৯ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। তাদের নমুনা রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। বুধবার (১৬ জুন) দুপুরে তাদের রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এদের মধ্যে ভোলা সদর উপজেলায় ৭ জন, চরফ্যাসন উপজেলায় একজন ও মনপুরা উপজেলার এক ঔষধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। ভোলা জেলায় মোট শনাক্তের সংখ্যা ১৪৯ জন।
ভোলার সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোলা সদর একজন স্বাস্থ্যকর্মী ও চরফ্যাশনে একজন ডাক্তার এবং মনপুরায় ঔষধ কোম্পানির একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভসহ মোট ৯ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। তিনি জানান, গত কয়েকদিন আগে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। আজ বুধবার দুপুরে তাদের রিপোর্ট পজেটিভ এসেছে। এ নিয়ে ভোলায় মোট ১৪৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ জন। মৃত ৩ জন বাদে বর্তমানে আক্রান্ত আছেন ১০৬ জন।
জেলা সিভির সার্জন কার্যালয় স‚ত্র আরো জানায়, সদর উপজেলায় করোনায় আক্রান্ত ৬৬ জনের মধ্যে সুস্থ ২৩ জন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে লালমোহন, চরফ্যাসন ও মনপুরায় ৩ জনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত ভোলা থেকে ২ হাজার ৮৭৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ২ হাজার ৪৭০ জনের। এর মধ্যে ২ হাজার ৩২১ জনের নমুনার রিপোর্ট নেগেটিভ আসলেও ১৪৯ জনের পজিটিভ আসে।
কামরুজ্জামান শাহীন
ভোলা
০১৭১২-৯৬০৭৩৪
ভোলার চরফ্যাসন উপজেলার এক ডাক্তার ও সদর উপজেলার এক স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরো ৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এদের মধ্যে সদর উপজেলায় ৭ জন, চরফ্যাসন উপজেলায় একজন ও বাকি একজন মনপুরা উপজেলার এক ঔষধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪৯ জনে।
আজ বুধবার দুপুরে সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেন। এসময় তিনি আরো জানান, নতুন আক্রান্ত ৯ জনকে আইসোলেশনে আনার পাশাপাশি তাদের বাড়ি লকডাউন করার কাজ চলছে।
সিভিল সার্জন কার্যালয় স‚ত্র জানায়, ভোলায় এ পর্যন্ত ১৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৩ জন। মৃত দু’জন বাদে বর্তমানে আক্রান্ত আছেন ১০৬ জন।
সিভির সার্জন কার্যালয় স‚ত্র আরো জানায়, সদর উপজেলায় করোনায় আক্রান্ত ৬৬ জনের মধ্যে সুস্থ ২৩ জন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে লালমোহন, চরফ্যাসন ও মনপুরায় তিন জনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত ভোলা থেকে ২ হাজার ৮৭৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট এসেছে ২ হাজার ৪৭০ জনের। এর মধ্যে ২ হাজার ৩২১ জনের নমুনার রিপোর্ট নেগেটিভ আসলেও ১৪৯ জনের পজিটিভ আসে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho