
সাজ্জাদুল ইসলাম সৌরভ:/=
করোনার সময় চাকুরিচ্যুত ও বেকার সাংবাদিদের ১০ হাজার টাকা করে দেয়া হবে। দুপুরে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নেতাদের সাথে বৈঠক শেষে একথা জানান, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
সাংবাদিক নেতারা এরই মধ্যে তালিকা তৈরী করেছেন। প্রথম পর্যায়ে দেশের দেড় হাজার সাংবাদিক এই সহায়তা পাবেন বলেও জানান তথ্যমন্ত্রী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে পর্যায়ক্রমে বাকিদেরও এই সহায়তা পৌছে দেয়া হবে।
এসময় বাজেট পাশের আগে মুঠোফোনের কলরেট বৃদ্ধি নিয়ে বিএনপি নেতা মির্জা ফখরুলের করা মন্তব্য বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাজেট পাশের আগে কলরেট বৃদ্ধি করা অন্যায় ও আইন বহির্ভুত কাজ।