প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১০:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৮, ২০২০, ৮:৪৬ পি.এম
লালমনিরহাটে ভিটেবাড়ি মসজিদে দান করায় ভিক্ষুক দম্পতিকে বাড়ি করে দিল ৩০ যুবক

মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি:/=
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার এক ভিক্ষুক দম্পতির মসজিদে জমি দান করে সমাজে বিরল দৃষ্টান্ত স্থাপন করা ওই দম্পতি পেল পাকা ঘর।শেষ সম্বল দান করলেন ভিক্ষুক দম্পতিকে সবাই বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন। এর মধ্যে ওই এলাকার ৩০ জন যুবকের উদ্যাগে পাকা ঘর নির্মান করেন দেন।সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঘর নির্মান প্রায় শেষ দুই এক দিনের মধ্যে নতুন ঘরে উঠবেন ওই ভিক্ষুক দম্পতি। তারা ঘর পেয়ে দারুন খুশি।
ঘর তৈরিতে অর্থ দিয়েছেন ৩০ যুবক।এই ভিক্ষুক দম্পতির বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের দক্ষিণ গোপাল রায় গ্রামে। তারা হলেন বৃদ্ধ খইমুদ্দিন (৮৩) ও হামিজোন বেগম (৬৮)।জানা গেছে, ভিক্ষুক দম্পতির জরাজীর্ণ একটি টিনের চালা ঘরে তাদের বসবাস। প্রতিদিনের ভিক্ষার চালে চলে তাদের সংসার। একদিন ভিক্ষা না করলে খাবার জোটে না। অনেক সময় অর্ধাহারে অনাহারে দিন কেটে যায়। ওই দম্পতি নিঃসন্তান। সম্পদ বলতে বাড়ি ভিটার ৪ শতাংশ জমি। এই শেষ সম্বল টুকু গত কয়েক বছর আগে স্থানীয় গ্রামের নিত্যির দিঘি জামে মসজিদে দান করে দিয়েছেন।তাদের এমন দানে সমাজে বিরল দৃষ্টান্ত করায় ওই এলাকার ৩০ জন যুবকের প্রচেষ্টায় গত ঈদুল ফিতরে পাকা একটি ঘর নির্মান শুরু করেন।ঘর পেয়ে হামিজোন বেগম বলেন, আমাদের স্বপ্নের মতো লাগছে।
অনেক কষ্টের জীবনে একটি পাকা বাড়ি পেয়ে হামা খুশি। এল্যা বুড়া সহ পাকা ঘরে থাকমো।স্থানীয় আমির হোসেন জানান, ওই ভিক্ষুক দম্পতি একটি ভাঙ্গা টিনের চালায় থাকেন মসজিদে জমি দানের কথা শুনে স্থানীয় যুবকরা এগিয়ে এসে একটি পাক ঘর তৈরি করে দেন।দক্ষিণ গোপাল রায় গ্রামে মোজাম্মেল হক জানান, ওই পরিবার সরকারী ভাবে ঘর পাওয়া কথা থাকলেও চেয়ারম্যান বা কোন সরকারী লোক এগিয়ে আসেন নি।এ বিষয়ে কাকিনা ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আতাউজ্জামান রঞ্জু জানান, ’স্থানীয় যুবকদের উদ্যোগে এই ভিক্ষুক দম্পতিকে একটি পাকা ঘর তৈরির দিয়ে ব্যাপক প্রশংসা পেয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho