কামরুজ্জামান শাহীন,ভোলা\
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকায় ৫২৫ পিচ ইয়াবাসহ মো. কামাল হোসেন (৩৫) মো. কবির হোসেন (২৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ ও ভোলার লালমোহনে ১০৮ পিস ইয়াবাসহ আফসার উদ্দিন রাসেল (৪৫) ও মো. হাফিজ (৩৫) নামের দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৯ জুন) দুপুর ১২ টার দিকে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের মোহাম্মদ আলী চৌকিদার বাড়ির সামনে দক্ষিণ আইচা টু চরফ্যাশন পাকা সড়কের উপর থেকে তাদের আটক করা হয়। এবং
শুক্রবার(১৯ জনি) বিকেল সোয়া ৪টার দিকে লালমোহন বাজার চৌরাস্তা মোড় এলাকা থেকে তাদের কে আটক করা হয়।
আকটকৃত মো. কামাল হোসেন উপজেলার শশীভূষণ থানার চরকলমী ইউনিয়নের দণি চর মঙ্গল ৮ নং ওয়ার্ডের মৃত মো. আব্দুল হাসেম বেপারী ছেলে ও মো. কবির হোসেন একই এলাকার মো. ছিদ্দিক বেপারী ছেলে।
আটককৃত মো. রাসেল চরফ্যাশন পৌর ৪নং ওয়ার্ড এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে এবং মো. হাফিজ চরফ্যাশন পৌর ৩নং ওয়ার্ড এলাকার আহমদ উল্যাহর ছেলে।
শশীভুষন থানা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শশীভ‚ষণ থানার উপ-পরির্দক(এসআই) জামান মাতুব্বর ও সংগীয় ফোর্স নিয়ে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোহাম্মদ আলী চৌকিদার বাড়ির সামনে দক্ষিণ আইচা টু চরফ্যাশন পাকা সড়ক এলাকায় অভিযান চালিয়ে মো. কামাল হোসেন ও মো. কবির হোসেন নামের দুই যুবককে ৫২৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।
লালমোহন থানা স‚ত্রে জানা যায়, শুক্রবার বিকেল সোয়া ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার উপ-পরির্দশক(এসআই) মোঃ ইউসুফ ও সঙ্গীয় ফোর্স নিয়ে লালমোহন বাজার চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে মো. রাসেল ও মো. হাফিজ নামের দুই যুবককে ১০৮ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।
শশীভ‚ষন থানা ওসি তদন্ত মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামী দিন শনিবার তাদের চরফ্যাশন আদালতে প্রেরণ করা হবে।
লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর এ তথ্য নিশ্চিত করে বলেন,আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ভোলায় পৃথক অভিযানে ৬৩৩ পিচ ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী আটক
-
নিজস্ব সংবাদদাতা
- প্রকাশের সময় : ০৮:৩৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০
- ১৪৬
জনপ্রিয়