শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় গোটা বিশ্ব এখন বিপজ্জনক পর্যায়ে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

রোকনুজ্জামান রিপন:/=

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিশ্ব এক নতুন এবং বিপজ্জনক পর্যায়ে আছে।প্র্রতিদিনই এ ভাইরাসের বিস্তার আশঙ্কাজনক হারে বাড়ছেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার এক দিনে বিশ্বে কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্তের সংখ্যা ছিল ১ লাখ ৫০ হাজার।

ভাইরাসটির প্রাদুর্ভাব শুরুর পর এক দিনে বিশ্বের এত মানুষ সংক্রমিত হিসেবে শনাক্ত হয়নি।ডব্লিউএইচও মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস শুক্রবার (১৯ জুন) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমন তথ্য দিয়ে বলেন, ‘গোটা বিশ্ব এখন একটি নতুন এবং বিপজ্জনক পর্যায়ে রয়েছে। গত এক দিনে যে ১ লাখ ৫০ হাজার মানুষ শনাক্ত হয়েছে তাদের মধ্যে প্রায় অর্ধেকই হলো আমেরিকা অঞ্চলের।’

গ্যাব্রিয়েসুস বলেন, ‘ভাইরাসটি এখনো দ্রত তার বিস্তার ঘটিয়ে চলেছে, এটা এখনো প্রাণঘাতী এবং বেশিরভাগ মানুষ এখনো সংক্রমণ সংবেদনশীল অর্থাৎ অনেকের দেহেই ভাইরাসটির সংক্রমণের শঙ্কা রয়ে গেছে। আমেরিকা ছাড়াও সর্বোচ্চ সংক্রমণের তালিকায় রয়েছে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য।’ডব্লিউএইচও মহাপরিচালক সতর্ক করে দিয়ে বলেন, ঘরে থাকতে থাকতে অনেক মানুষ বিরক্ত হয়ে গেছেন হয়তো এ কারণেই অনেক দেশ তাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে চাইছে কিন্তু ভাইরাসটি এখনো দ্রুত বিস্তার ছড়াচ্ছে এবং সামাজিক দূরত্ব, মাস্ক পরিধান ও হাত ধোঁয়ার বিষয়গুলো এখনো খুবই জরুরি। প্রসঙ্গত, চীন সরকারের দাবি অনুযায়ী গত ডিসেম্বরের শুরুতে উহানে প্রাদুর্ভাব শুরু হয় করোনার। এরপর বিশ্বের সব দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এই মহামারিতে শেষ খবর অনুযায়ী, আজ শুক্রবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৫৮ হাজার ৯২২ জনে।<br>বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।<br>ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ৮৬ লাখ ৪২ হাজার ৬৯৬ জন। তাদের মধ্যে বর্তমানে ৩৬ লাখ ১৫ হাজার ১৫৫ জন চিকিৎসাধীন এবং ৫৪ হাজার ৭৯৮ জন (দুই শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।<br>এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৪৫ লাখ ৬৯ হাজার ৬১৯ জন সুস্থ হয়ে উঠেছে। </div>

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

করোনায় গোটা বিশ্ব এখন বিপজ্জনক পর্যায়ে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রকাশের সময় : ১১:৩০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০

রোকনুজ্জামান রিপন:/=

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিশ্ব এক নতুন এবং বিপজ্জনক পর্যায়ে আছে।প্র্রতিদিনই এ ভাইরাসের বিস্তার আশঙ্কাজনক হারে বাড়ছেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার এক দিনে বিশ্বে কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্তের সংখ্যা ছিল ১ লাখ ৫০ হাজার।

ভাইরাসটির প্রাদুর্ভাব শুরুর পর এক দিনে বিশ্বের এত মানুষ সংক্রমিত হিসেবে শনাক্ত হয়নি।ডব্লিউএইচও মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস শুক্রবার (১৯ জুন) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমন তথ্য দিয়ে বলেন, ‘গোটা বিশ্ব এখন একটি নতুন এবং বিপজ্জনক পর্যায়ে রয়েছে। গত এক দিনে যে ১ লাখ ৫০ হাজার মানুষ শনাক্ত হয়েছে তাদের মধ্যে প্রায় অর্ধেকই হলো আমেরিকা অঞ্চলের।’

গ্যাব্রিয়েসুস বলেন, ‘ভাইরাসটি এখনো দ্রত তার বিস্তার ঘটিয়ে চলেছে, এটা এখনো প্রাণঘাতী এবং বেশিরভাগ মানুষ এখনো সংক্রমণ সংবেদনশীল অর্থাৎ অনেকের দেহেই ভাইরাসটির সংক্রমণের শঙ্কা রয়ে গেছে। আমেরিকা ছাড়াও সর্বোচ্চ সংক্রমণের তালিকায় রয়েছে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য।’ডব্লিউএইচও মহাপরিচালক সতর্ক করে দিয়ে বলেন, ঘরে থাকতে থাকতে অনেক মানুষ বিরক্ত হয়ে গেছেন হয়তো এ কারণেই অনেক দেশ তাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে চাইছে কিন্তু ভাইরাসটি এখনো দ্রুত বিস্তার ছড়াচ্ছে এবং সামাজিক দূরত্ব, মাস্ক পরিধান ও হাত ধোঁয়ার বিষয়গুলো এখনো খুবই জরুরি। প্রসঙ্গত, চীন সরকারের দাবি অনুযায়ী গত ডিসেম্বরের শুরুতে উহানে প্রাদুর্ভাব শুরু হয় করোনার। এরপর বিশ্বের সব দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এই মহামারিতে শেষ খবর অনুযায়ী, আজ শুক্রবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৫৮ হাজার ৯২২ জনে।<br>বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।<br>ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ৮৬ লাখ ৪২ হাজার ৬৯৬ জন। তাদের মধ্যে বর্তমানে ৩৬ লাখ ১৫ হাজার ১৫৫ জন চিকিৎসাধীন এবং ৫৪ হাজার ৭৯৮ জন (দুই শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।<br>এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৪৫ লাখ ৬৯ হাজার ৬১৯ জন সুস্থ হয়ে উঠেছে। </div>