নজরুল ইসলাম : ঝিকরগাছা ব্যুরো:/=
যশোরের চৌগাছায় ৫ কেজি গাঁজা ও ১৪০ বোতল ফেনসিডিলসহ সাবদার হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সাবদার উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামের মৃত হাসেম আলীর ছেলে।
শনিবার বেলা ১১ টার দিকে বল্লভপুর গ্রামের নিজ বাড়ি থেকে সাবদারকে আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তিতে তার বসতঘরের পাশের একটি কচুর বাগান থেকে ৫ কার্টনভর্তি ১৪০ বোতল ফেনসিডিল এবং বান্ডিল করা ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব বলেন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে উপজেলার ভল্লভপুর গ্রামে অভিযান চালানো হয়। এসময় উপজলের শীর্ষ ও কুখ্যাত মাদক ব্যবসায়ী সাবদারকে আটক করা হয়। এরপর তার স্বীকারোক্তিতে তার নিজ বসতভিটায়দর একটি কচুবাগান থেকে প্যাকেটজাত অবস্থায় ৫ কেজি গাঁজা ও কার্টনভর্তি অবস্থায় ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি বলেন উদ্ধার অভিযানে থানার সেকেন্ড অফিসার এসআই বিপ্লব রায়, এসআই রিপন, এএসআই নজরুল, এএসআই মান্নানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি জানান সাবদারের বিরুদ্ধ মহেশপুর, কালিগঞ্জ ও চৌগাছা থানায় পাঁচটি মাদক মামলা রয়েছে। যা আদালতে বিচারাধীন।
ওসি আরো জানান সাবদারের স্ত্রীকেও এর আগে পুলিশ মাদকসহ গ্রেফতার করে। তার শ্বশুরও মাদক মামলার আসামি। সাবদারের গোটা পরিবারই মাদক ব্যবসায় জড়িত বলেও জানান তিনি।
ওসি রিফাত খান রাজীব বলেন শনিবারের বিপুল পরিমান মাদক উদ্ধারের ঘটনায় চৌগাছা থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে ।