
আলহাজ্ব আব্দুল লতিফ:/=
শ্রমিক ভিসার ওপর কয়েক দিনের ভেতর নতুন নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজ চ্যানেলকে শনিবার ট্রাম্প বলেন, ‘ভিসার বিষয়ে আগামীকাল অথবা তার পরের দিন আমরা কিছু একটা ঘোষণা দেব।’নতুন ঘোষণায় কিছু বাদ পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘অল্প কিছু’।
আমেরিকায় বিদেশি কর্মীদের কাজের সুযোগ দেয়া নিয়ে ট্রাম্পের আপত্তি নতুন কিছু নয়। গত নির্বাচনে এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রচারণা চালান তিনি। সে সময় কথা দেন, নিজ দেশের নাগরিকদের কাজের সুযোগ বাড়াতে বিদেশিদের বাদ দেবেন। সামনে যখন আরেকটি নির্বাচন ঠিক তখন বিষয়টি নিয়ে স্বভাবসুলভ নানা ঢংয়ে কথা বলছেন তিনি।
অনেক আমেরিকান কোম্পানি বিশেষ করে প্রযুক্তিখাতের কর্মকর্তারা ট্রাম্পকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। তারা বলছেন, এতে তাদের দেশের অর্থনীতি ধাক্কা খাবে।এর আগে গত এপ্রিলে কিছু বিদেশির স্থায়ী বসবাসের সুযোগ বাদ দেন ট্রাম্প। ওই সময়ই ভিসার ওপর নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিত দেন।