আলহাজ্ব মতিয়ার রহমান:/=
বছরের শেষে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মহামারির মধ্যে নিজের প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্চ মাসে দেশটিতে লকডাউন শুরুর পর এই প্রথম জনসভায় বক্তব্য রাখলেন তিনি। বিবিসি বাংলা বলছে, চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প টুইটারে লিখেছিলেন, টুলসার ব্যাংক অব ওকলাহোমা সেন্টারের এই জনসভায় অংশ নিতে প্রায় ১০ লাখ লোক টিকেট চেয়ে অনুরোধ জানিয়েছে।
কিন্তু অনুষ্ঠান শুরুর পর দেখা যাচ্ছে ১৯ হাজার আসনের ওই সেন্টারটি পুরো ভরেনি। জনসভায় আসা সমর্থক যারা ভেতরে জায়গা না পেয়ে বাইরে অপেক্ষমাণ, তাদের জন্য আলাদা ভাষণের পরিকল্পনাও বাতিল করা হয়। এই অনুষ্ঠানের কারণে করোনার বিস্তার আরও ছড়িয়ে পড়তে পারে এমন আশংকা করা হয়েছে। জনসভার মাত্র কয়েক ঘণ্টা আগে নির্বাচনী প্রচারণা দল জানিয়েছে, তাদের ছয়জন কর্মী যারা এই জনসভা আয়োজন করছিল তারা কভিড-১৯ পজিটিভ বলে শনাক্ত হয়েছেন।
এদিকে কোনো ধরনের অসুস্থতার জন্য নির্বাচনী প্রচারণা দল দায়ী থাকবে না- মর্মে একটি ফরমে স্বাক্ষর করেই জনসভায় যোগ দিয়েছেন অংশগ্রহণকারীরা।
জনস হপকিন্স ইউনিভার্সিটির হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২২ লাখের বেশি কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ১৯ হাজার মানুষ।
উদ্বোধনী ভাষণে ট্রাম্প বলেছেন, ‘বাইরে অনেক খারাপ মানুষ ছিল, তারা খুবই খারাপ কাজ করছিল।’ তবে তিনি এর বিস্তারিত জানাননি। করোনা সতর্কতার মধ্যেই জনসভায় উপস্থিত হওয়া সমর্থকদের ‘যোদ্ধা’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের ‘নীরব সংখ্যাগরিষ্ঠ’ মানুষের সংখ্যা অন্য যেকোনো সময়ের চেয়ে এখন বেশি।