দেবুল কুমার দাস: স্টাফ রিপোর্টার:/=
করোনা পরিস্থিতিতে বিশ্বে সব ধরনের ক্রিকেট স্থগিত হয়ে যাওয়ায় অনিশ্চয়তায় পড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২০। পরিস্থিতি বিবেচনা করে আগামী ১০ জুলাই এবারের বিশ্বকাপের ভাগ্যের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হবে। তবে যথাসময়ে হলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তানের হবে বলে মনে করছেন দেশটির তারকা অলরাউন্ডার শোয়েব মালিক।
২০০৯ সালে পাকিস্তানের বিশ্ব টি-টোয়েন্টি জয়ী দলের সদস্য ছিলেন শোয়েব মালিক। সেই অভিজ্ঞার বিশ্লেষণে তিনি মনে করেন, ২০২০ সালের আসরেও বড় সম্ভাবনা রয়েছে পাকিস্তানের। এ ধরনের টুর্নামেন্ট জিততে যা প্রয়োজন, তার সবই রয়েছে বর্তমান পাকিস্তান দলে।
সম্প্রতি পাকপ্যাশন নামে এক পাকিস্তানি সংবাদমাধ্যমে শোয়েব বলেছেন, আমি বিশ্বাস করি, আমাদের এবার অনেক সুযোগ রয়েছে। এমন টুর্নামেন্ট জেতার জন্য সবার আগে দরকার শক্তিশালী বোলিং ইউনিট। আর সেটি আমাদের বেশ ভালোই আছে। বোলিং ইউনিটকে যথাযথ সমর্থন দেয়ার মতো ব্যাটিং লাইনআপও আছে আমাদের।
এই সাবেক পাক অধিনায়ক বলেন, সম্প্রতি আমাদের ফিল্ডিং আরও উন্নত হয়েছে। এর কারণ বিগত বছরগুলোর তুলনায় খেলোয়াড়দের ফিটনেস ভালো। সব মিলিয়ে আমি মনে করি, দল হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তান ভালো অবস্থানে আছে। তাই টুর্নামেন্টটি হলে সেটি জেতার বড় সুযোগ রয়েছে পাকিস্তানের।
তথ্যসূত্র: পাকপ্যাশন, ক্রিকেট পাকিস্তান
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho